বায়ার্নের এক যুগের আধিপত্য থামিয়ে বুন্দসেলীগা চ্যাম্পিয়ন লেভারকুজেন
গত দশকে জার্মানির ক্লাব ফুটবলের সর্মাথক হয়ে উঠেছিল বায়ার্ন মিউনিখ। ঘরোয়া লীগ বুন্দসেলীগা মানেই ছিল বায়ার্নের একচেটিয়া আধিপত্য। ২০১১-১২ মৌসুমের এই জার্মান জায়ান্টদের প্রতিদ্বন্দ্বী হতে পারেনি আরও কোন দল। টানা ১২ মৌসুম চ্যাম্পিয়ন হয়ে লীগ শিরোপাকে অনেকটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন টমাস মুলাররা।বরুশিয়া, লাইপিজেগ অনেকবার সম্ভাবনা জাগালেও বায়ার্নের প্রায় এক যুগের আধিপত্যে চিড় ধরাতে পারেনি।
তবে সেই অসাধ্য সাধন করার আভাস...