জাতীয় দিবস কাবাডি আজ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি খেলা শুরু হচ্ছে আজ থেকে। পল্টনস্থ ঢাকা কাবাডি স্টেডিয়ামে নারী ও পুরুষ দুই বিভাগে ছয়টি দল লড়বে। পুরুষ বিভাগে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল কাবাডি দল এবং নারী বিভাগে খেলবে বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার ও শহিদ জননী জাহানারা ইমাম নারী কাবাডি দল। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করবেন...