আইপিএলে সেরা বোলিং মোস্তাফিজের, মুগ্ধ ক্রিকেট দুনিয়া
আইপিএলের প্রথম দিনে চেন্নাইকে জেতালেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। বেশ এ যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসা। আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মনোমুগ্ধকর এক শুরু হলো বাংলাদেশি এ পেসারের। তার খেলায় মুগ্ধ ক্রিকেট দুনিয়া।
৪ ওভারে ২৯ রান। সঙ্গে ৪ উইকেট। সেই ৪ উইকেটের মাঝে আছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মতো তারকার নাম। আছে রজত পতিদারের মতো উদীয়মান...