মেসিহীন মায়ামির হার, শিষ্যদের দুষলেন কোচ
চোটের কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। তার দল ইন্টার মায়ামিও পারেনি জিততে। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের মাঠে ৪-০ গোলে উড়ে গেছে ফ্লোরিডার দলটি। হারের পর খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ জেরার্দো মার্তিনো।
ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় রেড বুলস। চেষ্টা করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি মায়ামি। বিরতির পর খায় আরও তিন গোল।
ম্যাচের ৫১তম মিনিটে গোল...