সমতায় শেষ ব্রাজিল-স্পেনের ছয় গোলের রোমাঞ্চকর লড়াই
ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য দেখিয়ে ৩৬ মিনিটেই ২-০ গোলে এগিয়ে বড় জয়ের আভাস দিচ্ছিল স্পেন।তবে চাপ সামলে ১৪ মিনিটের ব্যবধানে সেই দুই গোল পরিশোধ করে লড়াই জমিয়ে তুলে ব্রাজিল।ফের এগিয়ে গিয়ে জয়ের পথেই ছিল স্পেন।তবে যোগ করার সময়ে ফের ব্রাজিলের নায়ক বনে যান লুকাস পাকেতা ।এই ওয়েস্ট হ্যম তারকার গোলেই হার এড়িয়েছে সেলেসাওরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতের দুই সাবেক বিশ্ব...