তুরস্কে ফুটবল মাঠে মারামারি!
তুরস্কের শীর্ষ লিগে দর্শকদের মাঠে ঢুকে খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়ানো কোনোভাবেই মানতে পারছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহŸান জানিয়েছেন তিনি। টার্কিশ সুপার লিগে গতপরশু রাতে ত্রাবজোন্সপোর বিপক্ষে ফেনেরবাখের ৩-২ গোলে জয়ের পর ঘটে এই অনাকাক্সিক্ষত ঘটনা। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পরপরই মাঠ ঢুকে পড়েন স্বাগতিক ত্রাবজোন্সপোরের সমর্থকরা। তারা সফরকারী দলের খেলোয়াড়দের ওপর আক্রমণ...