এসেই সফল রিশাদও
তাসকিন-মুস্তাফিজের পর এসেই উইকেটের দেখা পেলেন রিশাদ হোসেন। সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া এই লেগ স্পিনারের শিকার শ্রীলঙ্কার অধিনায়ক কুসল মেন্ডিস।
ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতে এসে উইকেটের স্বাদ পেলেন রিশাদ। তার বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে আউট হয়েছেন মেন্ডিস। থেমেছেন ৫১ বলে ২৯ রান করে। তার বিদায়ে ভাঙল ৩৩ রানের চতুর্থ উইকেট জুটি।
ছয় নম্বরে নেমেছেন জানিথ লিয়ানাগে। ২৪ বলে ২১ রানে খেলেছেন চারিথ...