জাতীয় শিশু দিবসে টেনিস উৎসব
জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশন খুদে খেলোয়াড়দের নিয়ে টেনিস উৎসব করেছে। গতকাল রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে সাইফ পাওয়ারটেক-জেটিআই কোচেস ওয়ার্কশপও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের খুদে টেনিস খেলোয়াড়গণ অংশ নেয়। তিন দিনব্যাপী কার্নিভাল শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো. মোতাহার হোসেন (সাজু)। এ সময় সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার উপস্থিত...