দুই লেগে প্রতিপক্ষের জালে ১১ গোল দিয়ে শেষ আটে লিভারপুল
প্রথম লেগে ৫-১ ব্যবধানে জিতেই লীগে কাজটা সেরে রেখেছিল লিভারপুল।ঘরের মাঠে বিধ্বস্ত স্পার্টা প্রাগকে লিগে টিকে থাকতে অ্যনফিল্ডে অবিশ্বাস্য কিছু করতে হত।প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য বিবেচনায় যেটির স্বপ্ন খুব সম্ভবত চেক প্রজাতন্ত্রের ক্লাবটির ভক্তরাও দেখেনি।
ঘরের মাঠে অপ্রতিরোধ্য লিভারপুল এদিন আরও একবার গোল উৎসবে মাতে।বৃহস্পতিবার ইউরোপা লীগের শেষ ষোলোর দ্বিতীয় রাউন্ডে স্পার্টার বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল।দুই লেগ মিলিয়ে ১১-২ অগ্রগামিতায়...