চট্টগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ারে তামিমের বরিশাল
বল হাতে মিলিত প্রচেষ্টায় লক্ষ্যটা নাগালে রাখলেন কাইল মেয়ার্স, মোহাম্মাদ সাইফুদ্দিন, ওবেড মেককয়রা। পরে ব্যাট হাতেও ঝড় তুললেন মেয়ার্স। তামিম ইকবাল খেললেন অধিনায়কচিত অপরাজিত ফিফটি ইনিংস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে কোয়ালিফায়ারের টিকেট পেয়ে গেল ফরচুন বরিশাল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার ৭ উইকেটে জিতেছে বরিশাল। ১৩৬ রানের লক্ষ্য ৩১ বল হাতে রেখে তামিম ইকবালের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার প্রথম...