বিপিএল হাথুরুর চোখে ‘সার্কাস’!
একে একে দশম আসর শেষের দ্বারপ্রান্তে। তবে এখনও বিপিএল নিয়ে নানা প্রশ্ন আছে। সেটা বোর্ডকর্তা থেকে খেলোয়াড়- সবার মধ্যে। এবার বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সরাসরি এই টুর্নামেন্টের কার্যকারিতা আর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কোচ কোনো রাখঢাক না রেখেই বলেছেন, বাংলাদেশের যথাযথ বা কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। টেলিভিশনে বিপিএল দেখার সময় কখনো কখনো...