চ্যাম্পিয়নের মতোই শুরু আবাহনীর
সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে শুভসূচনা করেছে চট্টগ্রাম আবাহনী লি:। এম. এ. আজিজ স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে আবাহনী অধিনায়ক আবু বক্করের ঘূর্ণিজাদুতে নবাগত আগ্রাবাদ নজোয়ান ক্লাবকে ৬৯ রানে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান তোলে আবাহনী। দলের পক্ষে সোয়েব ৫৬, সাইফ ৪৪, মহিউদ্দিন অপরাজিত ৩২, তাজুল ২৬ রান করে। জবাবে ৪৬.৪ ওভারে ১৬৫...