‘সেঞ্চুরি’ রাঙা প্রথম ফিফটি
শুরুটা করেছিলেন ধীর। ৪ ওভার শেষে ১৩ বলে ৬ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে-তে তার নামের পাশে সংখ্যাটা বেমানান যেন হঠাৎই খেলাল করলেন তামিম ইকবাল। বোলিং পরিবর্তনে আরাফাত সানিকে পেয়ে প্রথম বল থেকেই শুরুটা করলেন, তরতরিয়ে রান বাড়লো নিজের, চার-ছক্কার ফুলঝুরি ছটিয়ে ভদ্রস্থ হলো বরিশালের সংগ্রহও। সেই যে শুরু করলেন থামলেন গিয়ে আলাউদ্দিন বাবুর সেøায়ারে সেই ছক্কা মারার লোভেই, তুলে...