শনিবার সুরো কৃষ্ণর মুখোমুখি হচ্ছেন ভারতের সন্দীপ
চলতি বছরের প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্ট ‘প্যাথ টু গ্লোরি: হাসেল ইন ঢাকা স্কয়ার’ এ শনিবার দেশসেরা বক্সার এবিএফ চ্যাম্পিয়ন সুরো কৃষ্ণ চাকমার মুখোমুখি হবেন ভারতের সন্দীপ কুমার। অন্যদিকে মালয়েশিয়ার বর্তমান এবিএফ শিরোপাধারী প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশের অন্যতম সেরা বক্সার রেসাতুল সাজিনের বিপক্ষে। এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশন্সের আয়োজনে ও বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের (বিবিএফ) ব্যবস্থাপনায় টুর্নামেন্টের খেলা বনানীর কামাল আতাতুর্ক পার্কে বিকাল...