সেমিতে যেতে যুবাদের সামনে যে সমীকরণ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের দুই ম্যাচে কেবল জয় নিয়ে ভাবলেই হচ্ছে না বাংলাদেশের। ভাবতে হচ্ছে নেট রান রেট নিয়েও। যে কারণে নেপালের বিপক্ষে আগ্রসী ক্রিকেট উপহার দিয়েছিল দল। নেট রান রেটও -০.৬৬৭ খেবে বেড়ে দাড়িয়েছে ০.৩৪৮।
এই পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সেমিফাইনালের টিকেট পেতে এই ম্যাচেও কেবল জিতলেই হবে না, খেয়াল রাখতে হবে...