ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে মদকাণ্ড!
চণ্ডীগড় থেকে সি কে নাইডু ট্রফির ম্যাচ খেলে রাজকোটে ফিরছিল সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ দল। সেখানে বিমানবন্দরে ৫ জন ক্রিকেটারের ব্যাগ থেকে ২৭টি মদের বোতল ও ২টি বিয়ারের বাক্স উদ্ধার করেছে চ-ীগড় কর্তৃপক্ষ। ক্রিকেটারদের এমন কা-ে তদন্তের নির্দেশ দিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। তদন্ত চলাকালে অভিযুক্ত একজন ক্রিকেটারের বাবা অভিযোগ করেছেন, যেটি আরও গুরুতর। তার দাবি, কিছু ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে আরেকজনকে...