সাত গোলের রোমাঞ্চে ইউনাইটেডের জয়ের নায়ক ১৮ বছরের তরুণ মাইনো
ম্যানচেস্টার ইউনাইটেড ৪ : ৩ উলভস
উলভসের বিপক্ষে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই র্যাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ২২ মিনিটে ব্যবধান দিগুণ করেন গাসমুস হয়লুনন্দ।শুরুতে দুই গোলের লিড নেওয়া ইউনাইটেডকে জয়ের জন্য যে ম্যাচের ৯৭ তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তা হয়তো তখন কল্পনাই করতে পারেননি ক্লাবটির ভক্তরা।
পুরো প্রথামার্ধে দাপট দেখিয়ে দুই গোলের ব্যবধান ধরে রেখে বিরতিতে যায়...