বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তানের ক্যাচ মিসের হতাশা
দিনের খেলার তখন ৪ বল বাকি। আগা সালমানের স্পিনে দ্বিতীয় স্লিপে ট্রাভিস হেডের ক্যাচ ফেলে দিলেন শান মাসুদ। অধিনায়ক ক্যাচটি নিতে পারলে নিশ্চিতভাবেই কিছুটা এগিয়ে থেকে বক্সিং ডে টেস্টের প্রথম দিন পার করতে পারত পাকিস্তান। তা না হওয়ায় বৃষ্টি বিঘ্নিত দিন শেষে এগিয়ে রাখতে হচ্ছে অস্ট্রেলিয়াকেই।
বৃষ্টির বাধায় মেলবোর্নে টেস্টর প্রথম দিন খেলা হয়েছে ৬৬ ওভার। ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ...