টুর্নামেন্ট সেরা কোহলি, সর্বোচ্চ উইকেট শামির
টানা দশ জয়ের পর একটি হার। সেটাও আবার শিরোপা নির্ধরণী ম্যাচে। ফাইনাল শেষে তাই ভারতকে মাঠ ছাড়তে হয়েছে মাথা নিচু করে। বিরাট কোহলি ও মোহাম্মদ শামি অবশ্য এই ভেবে সান্ত্বনা পেতে পারেন যে, টুর্নামেন্ট শেষে তাদের কপালে জুটেছে সেরা ব্যাটার ও সেরা বোলারের তকমা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে রোববার ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া।
আসরে ১১ ম্যাচে...