‘নতুন মেসি’র সাথে ‘ছয় বছরের চুক্তি’ সিটির
আর্জেন্টিনার উদীয়মান তারকা ক্লদিও এচেভেরিকে পেতে তার বর্তমান ক্লাব রিভার প্লেটের সাথে সব চুক্তি সম্পন্ন করেছে ম্যানচেস্টার সিটি। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে ইউরোপে পাড়ি দিবেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।
এক টুইটে রোববার এই তথ্য দিয়েছেন ফাব্রিজিও রোমানো। সিটির সাথে এচেভেরির ছয় বছরের চুক্তির বিষয়টিও জানিয়েছেন ফুটবলের নামজাদা এই ইতালিয়ান সাংবাদিক। তবে আপাতত আরও এক বছর রিভারেই থাকবেন ২০০৬ সালে জন্ম...