উইন্ডিজ যুবাদের গোটা সিরিজই সিলেটে
গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে এসেছিল বাংলাদেশ ‘এ’ দল। ফিরতে সফরে আসছে মে মাসে চারদিনের তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। পুরো সিরিজটি হবে সিলেটে। তাতে ভেন্যু হিসেবে চায়ের দেশটির ক্রমবর্ধমান গুরুত্ব ও উপযোগিতা ফুটে উঠল আরও একবার। সিলেটের দুই মাঠে হবে ক্যারিবিয়ানদের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের লড়াই।আগামী ১১ মে...