ফাইভ-এ সাইড হকিতে পঞ্চম বাংলাদেশ
বিশ্বকাপ ফাইভ-এ সাইড হকির বাছাই পর্ব টপকে মূল পর্বে খেলার স্বপ্ন আগেই ভঙ্গ হয়েছে বাংলাদেশ পুরুষ দলের। যদিও শনিবার ওমানের সালালাতে স্থান নির্ধারনী ম্যাচে ইরানকে ৭-৬ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। তবে ইরানের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে লাল-সবুজদের। বাংলাদেশের সাত গোলের মধ্যে সারওয়ার তিনটি, সাইফুল আলম, দীন মোহাম্মদ,আবেদ উদ্দিন ও মোহাম্মদ হোসেন একটি করে গোল করেন। ফাইভ-এ...