শান্তর সেঞ্চুরিতে মিরপুর টেস্টে বড় সংগ্রহের পথে টাইগাররা
সাদা পোষাকে শেষ কবে, টাইগারদের এমন আগ্রাসী স্লেলিব্রেশন দেখেছেন। সেই তর্ক, আজ না হয় বাদই থাক! কিন্তু লাল বলে নাজমুল হোসেন শান্তর এই আগ্রাসী স্লেলিব্রেশন বলে দিচ্ছে এখন সুধুই তার সময়! ফর্মেট বদলেছে-বদলেছে পোষাক! কিন্তু বদলায়নি নাজমুল হোসেন শান্তর ব্যাটিং স্টাইল।
আফগানদের বিপক্ষে প্রথম দিনে শান্তর নান্দনিক সেঞ্চুরি প্রথম দিনে ৭৯ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬২। মুশফিকুর রহিম...