রোনালদোদের কোচ হচ্ছেন জিদান বা মরিনহো!
শুরু থেকেই যেন খুব একটা বনিবনা হচ্ছিলো না ক্রিস্টিয়ানো রোনালদো আর আল নাসের কোচ রুডি গার্সিয়ার। এমনকি রোনালদো দলে যোগ দেবার সময় ‘মেসিকেই বেশি পছন্দ আমার’ এমন মন্তব্য করেও বেশ আলোচিত হয়েছিলেন তিনি। সেই সাথে তারকায় ঠাসা দল নিয়েও মাঠের পারফরম্যান্স ভালো করতে পারেননি গার্সিয়া। তাই সব মিলিয়ে শেষমেষ আল নাসেরের চাকরিটা হারাতেই হলো তাকে। এখন প্রশ্ন হলো রোনালদোদের কোচ...