ফিদে রেটিং দাবার শীর্ষে ৪০ জন
ওয়ালটন মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৪০ জন দাবাড়– দুই পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে অনুষ্ঠিত খেলা শেষে শীর্ষে থাকা দাবাড়–রা হলেন- ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, জাবেদ আল আজাদ, ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, সায়মন সিদ্দিকুর রহমান, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট...