পাকিস্তানের লিডের পর বৃষ্টিতে ভেস্তে গেল কলম্বো টেস্টের দ্বিতীয় দিন
প্রবল বর্ষণে ভেস্তে গেল কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা। এদিন সকালে প্রথম সেশনে খেলা হলো ১০ মাত্র ওভার। তাতে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করে প্রথম ইনিংসে লিড পেল পাকিস্তান। কিন্তু এরপর বৃষ্টির দাপট শুরু হলো, সারা দিনে আর খেলাই শুরু করা গেল না।
ফলে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের রান এখন ২ উইকেটে ১৭৮। এগিয়ে আছে তারা ১২ রানে।
৭৪ রানে দিন শুরু...