পলের বিপক্ষে পেরে উঠলেন না টাইসন
লড়াইটা জমজমাট হলো না একদম। বয়সের কাছে হার মানলেন মাইক টাইসন। একপেশে লড়াইয়ে কিংবদন্তিকে হারিয়ে দিলেন তার চেয়ে অর্ধেকেরও কম বয়সী জ্যাক পল।
বাংলাদেশ সময় শনিবার টেক্সাসে ডালাস কাউবয়েজের মাঠ এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আলোচিত বাউটে ৫৮ বছর বয়সী টাইসনকে ৮০-৭২, ৭৯-৭৩ এবং ৭৯-৭৩ স্কোরে হারিয়েছেন ২৭ বছর বয়সী পল।
২০০৫ সালে অবসর নেওয়ার পর এটাই ছিল টাইসনের প্রথম পেশাদার লড়াই। ৮ রাউন্ডের এই...