শেষ মুহূর্তে জয়বঞ্চিত সাবিনারা
ঘরের মাঠে দুই ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে নেপালের শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হলো সাবিনা খাতুনদের। ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। গতকাল বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল প্রথম প্রীতি ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। বাংলাদেশের পক্ষে অধিনায়ক সাবিনা খাতুন ও নেপালের সাবিত্রা ভান্ডারি একটি করে গোল করেন।
গত বছরের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সাফের ফাইনালে এই নেপালকে...