ফিউচারস স্পোর্টিংয়ের লাখ টাকার টিটি টুর্নামেন্ট শুরু!
ফিউচারস স্পোর্টিং, ল্যাব এইড গ্রুপের একটি টেবিল টেনিস (টিটি) ক্লাব। কলাবাগান বাস স্টপেজের পাশেই ল্যাব অ্যাইড আইকনিক ভবনের চতুর্থ তলায় এই ক্লাবটির অবস্থান। যেখানে বছরখানেক আগেও ছিল কর্পোরেট অফিসের কর্মকর্তাদের ব্যস্ততায় মুখর। এখন সেই অফিসকেই চমৎকার একটি টিটি ক্লাব হিসেবে গড়ে তুলেছে ল্যাব এইড গ্রুপ। উদ্দেশ্য- এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নির্বিঘেœ টেবিল টেনিস খেলার সুযোগ করে দেওয়া।...