রশিদ খানের সঙ্গে সেহরিতে শামিল হয়ে প্রশংসিত পান্ডিয়া
আফগানিস্তান স্পিন অলরাউন্ডার রশিদ খান ও ভারতের হার্দিক পান্ডিয়া, এখন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলছেন। ইসলাম ধর্মের অনুসারী রশিদ সম্ভবত রোজাও রাখছেন, অথবা তিনি সেহরি করবেন কেন! কিন্তু রশিদের সঙ্গে সেহরিতে যোগ দিয়েছিলেন অমুসলিম পান্ডিয়া। আর তাতেই তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
সেহরি করছেন, এমন একটি মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রশিদ খান। সেখানেই উপস্থিত হন পান্ডিয়া। সঙ্গে ছিলেন আরও দুজন।...