এমবাপেকেও হারাতে যাচ্ছে পিএসজি!
মাত্র দুই মৌসুম আগেও ফরাসি জায়ান্ট পিএসজির ফরোয়ার্ড লাইন ছিল সর্বেসর্বা। ক্লাবটির নামের পাশে চ্যাম্পিয়ন্স লিগের তকমা না জুটলেও দুই মৌসুম একই সাথে খেলেছেন ৭ বারের ব্যালন ডি-অর জয়ী লিওনেল মেসি, ব্রাজিলায়ান মহাতারকা নেইমার জুনিয়র ও ফুটবলে ‘আগামীর রাজা’ তকমা পাওয়া কিলিয়ান এমবাপে। তবে সদ্য সমাপ্ত মৌসুম শেষেই একে-একে রঙ হারাচ্ছে প্যারিসের ক্লাবটি। মেসি ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন। মোটামুটি নিশ্চিত হওয়া...