ঢাকা   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
উত্তরখান ও দক্ষিণখান এলাকার সড়ক

খানাখন্দে বেহাল দশা

Daily Inqilab উত্তরা সংবাদদাতা

১৩ মার্চ ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০১ পিএম

ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে ২০১৮ সালে সিটি করপোরেশন গেজেট পাশ করে রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় নতুন ৭টি ওয়ার্ড ঘোষণা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন। রাস্তাঘাট মেরামত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বলে প্রায় ২০ দিন যাবত ঠিকাদার প্রতিষ্ঠান আজমপুর কাঁচাবাজার সড়কের মাঝখানে ইটা, বালু স্তুপ করে রাখায় এসড়কে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
এসময় সকাল থেকে রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে নাজেহাল হচ্ছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিসগামীরাসহ স্কুল, কলেজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন এ-৭টি ওয়ার্ডের খানাখন্দভরা ভাঙা সড়কগুলো বর্তমানে মানুষের চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই নতুন নতুন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সড়কে মাঝখানে ইটা, বালু রেখে যানজট সৃষ্টির বিষয়ে, ডিএনসিসি অঞ্চল-৭ এর বর্জ্য প্রধান বসুদেব ও সহকারী ইঞ্জিনিয়ার নাঈম বলেন, যানজট নিরসনে আজমপুর কাঁচাবাজার এলাকায় রাস্তার মাঝখানে রাখা মালা মাল সরিয়ে নিবে। তারা আরো জানায় কাজটি সেনাবাহীর তত্ত্বাবধানে কয়েকদিনের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে বিধায় তারা আপাতত আর সেখানে কাজ করবেন না।
এ সময় স্থানীয়রা জানান, মূল সড়কের পাশাপাশি শাখা রাস্তার ও বেহাল দশা। বৃষ্টি ছাড়াই অনেক জায়গায় ড্রেন থেকে ময়লা পানি উঠে রাস্তা তলিয়ে যাচ্ছে। ২০১৮ সালে উত্তরখান ও দক্ষিণখান ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে সিটি করপোরেশন গেজেট পাশ করা হয়। প্রথমবারের মতো স্বল্প মেয়াদে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি নতুন ১৭টি ওয়ার্ডে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে কাউন্সিল নির্বাচিত হয়ে ও তারা উন্নয়নে ব্যর্থ হয়েছেন বলে জানান সাধারণ জনগণ।
সরেজমিনে এখানকার নতুন ৭ টি ওয়ার্ডের শাখা রাস্তাগুলো ঘুরে দেখা যায়, বর্তমান সড়কগুলোর অবস্থা এতটাই খারাপ যে, মনেই হয় না এগুলো সিটি করপোরেশনের রাস্তা।
স্থানীয় বসবাসকারী ভুক্তভোগীরা জানান, উত্তরখান ও দক্ষিণখান ইউনিয়ন ২টি নতুন করে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলেও স্থানীয় নেতা কর্মীদের দলীয় কোন্দলের কারণে নতুন ওয়ার্ডগুলোতে উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া লাগেনি।
ঢাকা-১৮ আসনের নতুন ওয়ার্ডগুলোর রাস্তাঘাট খানাখন্দে ভরা। অসুস্থ রোগীরা এ রাস্তা দিয়ে চলাচলের সময় ঝাঁকিতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। এছাড়াও গর্ভবতী মহিলা ও শিক্ষার্থীরা ঝুকি নিয়ে এ রাস্তায় চলাচল করে। সামান্য বৃষ্টিতে এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। সু-পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি দীর্ঘক্ষণ জমে থাকার কারণে বর্ষাকালে অধিকাংশ রাস্তা মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠে।
সরেজমিনে ঘুরে আরো দেখা যায়, নতুন ৭টি ওয়ার্ডের পাড়া মহল্লার রাস্তাগুলো বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে গিয়েছে, বেশিরভাগ কাঁচারাস্তায় ইটের সলিং ভেঙে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এই সমস্যা গুলোর মধ্যেই প্রতিদিন পথ চলতে হচ্ছে উত্তরখান ও দক্ষিণখান এলাকার নতুন ৭টি ওয়ার্ডের সাধারণ জনগণের। পুলিশ ফাঁড়ি থেকে জয়নাল মার্কেট, গণকবরস্থান থেকে দক্ষিণখান থানা রোড, বাবুর্চী বাড়ি রোড, হলান অটোস্ট্যান্ড থেকে নর্দাপাড়া আশকোনা প্রাইমারি স্কুল, উচ্চারটেক মেডিকেল রোড, দক্ষিণখান থেকে নগইরাবাড়ী রোড, পন্ডিত পাড়া থেকে সোনার খোলা, সিটি কমপ্লেক্স রোড, দক্ষিনখান বাজার থেকে মাজার রোড, মাস্টারপাড়া হতে বালু মাঠ, শাহ কবির মাজার থেকে দক্ষিণখান, চামুরখান থেকে উত্তরখান থানা রোড, দোবাইদা থেকে সাইনবোর্ড, আটিপাড়া থেকে রাজাবাড়ী, কাঁচকুড়া বাজার থেকে বাওথার, মুন্ডা মাউসাইদ, রাজাবাড়ি ও কাওলার সড়কগুলো একেবারেই বেহাল দশা। এছাড়াও অভ্যন্তীরণ রাস্তাগুলোর এতোটাই খারাপ অবস্থা পায়ে হেটে চলাচলের অনোপযুগী হয়ে উঠেছে।
ভুক্তভুগি এলাকার বাসিন্দারা আক্ষেপ করে বলেন, আমাদের এই ইউনিয়ন দুটি, সিটি করপোরেশনের আওতায় নেয়ায় আমরা আরো বেশি বিপদে আছি। আমাদের নিয়মিত ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, আমরা সেগুলো পরিশোধ করছি কিন্তু আমরা নাগরিক সুযোগ-সুবিধা তেমন পাচ্ছি না।
ফায়দাবাদে বসবাসকারীরা জানায়, মহল্লার শাখা রাস্তাগুলো খুবই বিপদজনক হয়ে পরেছে, সামান্য বৃষ্টিতেই রাস্তায় কোমর পানি হয়। আমাদের চলাচলে অত্যাধিক কষ্ট। এলাকা রাস্তাঘাট উন্নয়নের দাবি জানিয়ে, আজমপুর কাঁচা বাজার, নগইরাবাড়ী ও হেলাল মার্কেট এলাকার একাধিক স্থানীয় বয়স্ক ব্যক্তি ইনকিলাবকে বলেন, বাবা কত নেতা আসে যায় আমাদের ভাগ্যের পরিবর্তন তেমন হয় না। ইটা বালুর স্তুপ ছাড়াও রাস্তায় বড় বড় গর্তের কারণে সড়কে সৃষ্টি হওয়া দফায় দফায় যানজটে আটকে পরে অসহায় হয়ে পরেন অফিসগামী সাধারণ মানুষ। ভোটের আগে নেতারা কত কথা বলে কত স্বপ্ন ও আশা দেয়, নেতাদের প্রতিশ্রুতি জাদুঘরেই বন্দি রয়েছে। রাস্তা ঘাটও ড্রেনেজ ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি।
এখানকার বিশাল জনগোষ্ঠীর একমাত্র ভরসা বেটারিচালিত অটোরিকশা। দৈনিক কয়েক হাজার অটোরিকশা চলাচল করে এ রাস্তাগুলোতে। কিন্তু নতুন ওয়ার্ডগুলোর রাস্তা ভাঙাচুরা থাকায় পথচারী ও যাত্রীরা নিয়মিত সড়ক দূর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা জানান, দীর্ঘ ৪ বছর হলো নতুন ওয়ার্ড গুলোতে দায়িত্ব নিয়ে ও তেমন উন্নয়ন করতে পারেননি ওয়ার্ড কাউন্সিলররা।
৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন বলেন, একনেক প্রকল্পের ৪ হাজার ২৫ কোটি টাকা, সরকারি বরাদ্দের কিছু অংশ ছাড় হওয়ায় তিনি তার ওয়ার্ডে কিছু কিছু গুরুত্বপূর্ণ ভাঙা সড়ক ও ড্রেনের কাজ শুরু করেছেন। এছাড়াও তিনি মূলসড়কে ৪৫৫টি টিউব লাইট লাগিয়েছেন। অন্যান্য কাউন্সিলরা বলেন, সরকারি বরাদ্দের একটা অংশ ছাড় হলেও এটি চাহিদার তুলনায় অনেক কম তবে উন্নয়নের কাজ চলছে।
ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম বলেন, নতুন ১৭টি ওয়ার্ডকে আমরা সত্যিকার অর্থেই মেইন স্টিমিংয়ের সাথে সংযুক্ত করে উন্নয়ন করতে চাই। গুরুত্বপূর্ণ এই কাজটি ২৪ বিগ্রেড সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে। জরুরি ভিত্তিতে নতুন কয়েকটি ওয়ার্ডের জন্য বরাদ্দের অর্থের একটা অংশ ছাড় হয়েছে। তিনি আরো জানান, মহাপরিকল্পনার আওতায় আনা সড়কের আয়তন নির্ধারণ, বিদ্যুৎ ও পানির সংযোগ, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।


বিভাগ : আজকের পত্রিকা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এক দিনের ব্যবধা‌নে আবারও কম‌লো সোনার দাম

এক দিনের ব্যবধা‌নে আবারও কম‌লো সোনার দাম

৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

চট্টগ্রামে শান্ত-মুশফিকদের রুদ্ধদ্বার অনুশীলন

চট্টগ্রামে শান্ত-মুশফিকদের রুদ্ধদ্বার অনুশীলন

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধের ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধের ঘোষণা

বেনাপোলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, জনশূন্য রাস্তাঘাট…

বেনাপোলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, জনশূন্য রাস্তাঘাট…

ইউনাইটেডে থাকলে ২৫ শতাংশ বেতন কাটা যাবে টেন হাগের

ইউনাইটেডে থাকলে ২৫ শতাংশ বেতন কাটা যাবে টেন হাগের

বায়ার্নের সাথে আলোচনা হয়েছে: রাংনিক

বায়ার্নের সাথে আলোচনা হয়েছে: রাংনিক

হরিরামপুরে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

হরিরামপুরে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

সাজেকে সড়ক দূর্ঘটনায় ঈশ্বরগঞ্জের ৫ পরিবারে শোকের ছায়া

সাজেকে সড়ক দূর্ঘটনায় ঈশ্বরগঞ্জের ৫ পরিবারে শোকের ছায়া

ভোলায় বৃষ্টির প্রার্থনা করে ইসস্তিকার নামাজ আদায়।

ভোলায় বৃষ্টির প্রার্থনা করে ইসস্তিকার নামাজ আদায়।

পুলিশের সেবা কেবল আইন-শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়: ডিএমপি কমিশনার

পুলিশের সেবা কেবল আইন-শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়: ডিএমপি কমিশনার

ঈশ্বরগঞ্জে বৃষ্টির জন্য নামাজ পড়ে কাঁদলেন মুসল্লিরা

ঈশ্বরগঞ্জে বৃষ্টির জন্য নামাজ পড়ে কাঁদলেন মুসল্লিরা

সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

সৈয়দপুরে বৃষ্টির জন্য মুসল্লিদের ইসতিসকার নামাজ আদায়

সৈয়দপুরে বৃষ্টির জন্য মুসল্লিদের ইসতিসকার নামাজ আদায়

বাগেরহাটে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত

বাগেরহাটে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত

সাতক্ষীরায় বৃষ্টি চেয়ে জামায়াতের ইসতিস্কার নামাজ আদায়

সাতক্ষীরায় বৃষ্টি চেয়ে জামায়াতের ইসতিস্কার নামাজ আদায়

স্ত্রীর দুর্নীতির কারণে দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

স্ত্রীর দুর্নীতির কারণে দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

লৌহজংয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

লৌহজংয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

মাগুরায় অশ্রুশিক্ত নয়নে মুসল্লীদের ইস্তিস্কার নামাজ আদায়

মাগুরায় অশ্রুশিক্ত নয়নে মুসল্লীদের ইস্তিস্কার নামাজ আদায়

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত