পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
২০ জুন ২০২৩, ১০:৫৭ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
দিনভর সূচক ওঠা-নামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক কমেছে ১৭ পয়েন্ট। এর আগের বিমা খাতের শেয়ারে দাম বৃদ্ধিকে কেন্দ্র করে উত্থান হয়েছিল। গতকাল মঙ্গলবার সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে এমন দিনেও বেড়েছে লেনদেনের পরিমাণ।
এর ফলে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার টানা তিন কর্মদিবস উত্থানের পর গতকাল সূচক পতন হলো। বাজারের এই অবস্থানকে দরপতন নয় বরং মূল্যসংশোধন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, উত্থানের পর পতন এটা পুঁজিবাজারে স্বাভাবিক প্রক্রিয়া, এতে বিচলিত হওয়া কোনো কারণ নেই। সবাইকে সতকর্তার সঙ্গে বিনিয়োগ করতে হবে।
ডিএসইর তথ্য মতে, বাজারটিতে ৩৫৩টি প্রতিষ্ঠানের মোট ১০ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৫০২ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। বিমা ও আইটিখাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার। পরের তালিকায় রয়েছে জেমিনি ফুডের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে রূপালি লাইফ ইন্স্যুরেন্স, সিটি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ, নাভানা ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ও খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৮৩টির দাম। দিন শেষে সিএসইতে ২০ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার ২২০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯১ লাখ ২২ হাজার ৬৩০ টাকার শেয়ার।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল