কাজে আসছে না ফেনীর কহুয়া নদীর উপর নির্মিত রাবার ড্যাম
২৯ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ০১:৫১ পিএম

ফেনীর পরশুরাম উপজেলায় কহুয়া নদীর উপর ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামটি অকেজো হয়ে পড়েছে। সেচ সুবিধার জন্য ড্যামটি নির্মাণ করা হলেও এখন আর কাজে আসছে না। এতে কৃষকসহ জমির মালিকরা পড়েছেন বিপাকে।
সরেজমিনে গেলে দেখা যায়, পরশুরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেডাবাড়িয়া এলাকায় কহুয়া নদীতে রাবার ড্যাম অবস্থিত। এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সরকার বৃহৎ প্রকল্পটি বাস্তবায়ন করে দিলেও এ রাবার ড্যামটি এখন কোনো কাজে আসছে না। রাবার ড্যাম নির্মাণের শুরু থেকে ৪-৫ বছর কৃষকরা সেচ সুবিধা পেলেও এখন আর কোনো সুফল পাওয়া যাচ্ছে না। গত ১০ থেকে ১২ বছর ধরেই অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয় ও কৃষকদের।
তারা বলেন, আমরা বাধ্য হয়ে শুষ্ক মৌসুমে ডিজেল চালিত শেলো মেশিনের মাধ্যমে জমিতে চাষাবাদ করি। কিন্তু এতে খরচ পড়ে বেশি। শুষ্ক মৌসুমে ইচ্ছে থাকা শর্তেও জমিতে ফসলের আবাদ করতে পারি না। অকেজো রাবার ড্যামটি সচল করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। স্থানীয় জসিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া রাবার ড্যাম নির্মাণ করাটা প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুল ছিল। কারণ পরশুরামের ভেডাবাড়িয়া রাবার ড্যাম্পটি যখন ফুলায় তখন পার্শ্ববর্তী উপজেলা ফুলগাজীতে অবস্থিত মুহুরী নদী দিয়ে পানি জয়পুর-অলকা গ্রামের দিকে নেমে যায়। তখন নদীতে পানি স্বল্পতার কারণে এ অঞ্চলের কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হন। এখানে কৃষকরা পরিপূর্ণ সেচ সুবিধা পেতে হলে ফুলগাজী অংশে বিকল্প আরেকটি রাবার ড্যাম নির্মাণ করতে হবে। না হয় পরশুরামের ভেডাবাড়িয়া গ্রামে কহুয়া নদীর ওপর নির্মিত রাবার ড্যামটি কৃষকের কোনো কাজে আসবে না। এতে সরকারের এ উদ্দেশ্যে কোনো অবস্থায় সফল হবে না, কৃষক ক্ষতিগ্রস্ত হবে, পানি পাবে না।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার বলেন, রাবার ড্যামটি অকেজোর বিষয়ে স্থানীয়দের অভিযোগ সত্য নয়। এটি প্রতিবছর মৌসুমে ফুলানো হয়। কৃষকরা শুস্ক মৌসুমে তাদের ফসলের আবাদ করে থাকেন। মাঝে মধ্যে রাবার ড্যামের ডাউনে নদীতে পানির সঙ্কট থাকলে কৃষকদের ফসল আবাদের সুবিধার্থে নদীর পাশ দিয়ে বিকল্প বাধ নির্মাণ করে দিয়ে সেচ সুবিধা দেওয়া হয়। প্রতিবছর মৌসুমের পূর্বেই রাবার ড্যামের পলিতে পুটো থাকলে তা মেরামত করা হয়। তিনি বলেন, রাবার ড্যাম কৃষকদের সেচ সুবিধার জন্য করা হয়েছে। যদি কোনো সমস্যা থাকে সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন চৌধুরী বলেন, পরশুরাম উপজেলায় রাবার ড্যামের আওতায় এবং কহুয়া নদী সংশ্লিষ্ট যে সকল কৃষক রয়েছে তাদের মধ্যে স্বল্পসংখ্যক কৃষক স্কীমের মাধ্যমে জমিতে আমনের চাষ করেন বোরো মৌসুমেও আবাদ করে থাকেন। তিনি বলেন, পরশুরাম পৌরসভা ও বক্সমাহমুদ ইউনিয়নের এক হাজার ১০০ কৃষক রয়েছে। প্রায় ৬০০ হেক্টর ফসলি জমি আবাদের উপযোগি রয়েছে। অনেক কৃষক পানির অভাবে জমি আবাদ থেকে বিরত রয়েছেন। কৃষকরা রাবার ড্যামটি সচলের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ব্যাংককে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে ধসে নিহত ৫

কুরস্ক মুক্ত করছে রাশিয়া

সংসদে যান সেখানেই হবে মূল সংস্কার : নাহিদকে ফারুক

ইতিমধ্যে বাজারে ছেড়েছে ৪০ লাখ টাকা

ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ কমেছে ২৫ ভাগ

আইন শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে খেলাফত মজলিস

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে

গণমিছিল স্থগিত করেছে বামপন্থী সংগঠনগুলো

‘রমজান আসে কুপ্রবৃত্তিকে দমন করে মানুষকে পরিশীলিত করতে’

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক গ্রেফতার

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

দুই সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ইবি ছাত্রদলের গণইফতার

গাবতলীর কাগইল ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে মোরশেদ মিল্টন

আইনের শাসন বিশ্বাস করি বলেই আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছি

সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

পাকিস্তানে কেন হামলা চালাচ্ছে বালোচ লিবারেশন আর্মি?

বরিশালে ১৪ লাখ শিশুকে সাফল্যজনক ভাবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হল

সংবিধান সংস্কার করতে হবে গণপরিষদের মাধ্যমে: নাহিদ