যমুনা তীরে স্বাস্থ্যসেবায় ভাসমান চিকিৎসা কেন্দ্র
০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
বগুড়ায় যমুনা তীরের ভাসমান হাসপাতালে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হতদরিদ্র রোগীরা। শত শত মানুষ চিকিৎসা এবং ওষুধ নিয়ে হাসিমুখে ফিরছে বাড়িতে।
সরেজমিনে দেখা যায়, বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের কয়াগাড়ী যমুনার পাড়ে ভাসমান হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য চরাঞ্চল সহ দূর-দূরান্ত থেকে হতদরিদ্র মানুষ বিকেলে থেকেই আসতে শুরু করে। সেখানে বড় একটি জাহাজে ভাসমান হাসপাতাল। পাশে উচ্চ পর্যায়ের আগত কর্মকর্তাদের জন্য আবাসিক জাহাজ, তিনটি স্পিডবোট ও ওয়াটার এ্যাম্বুলেন্স। যমুনার পাড়ে ভাসমান হাসপাতালের পাশে টিন দিয়ে শেড করা ঘরে নারী-পুরুষরা রাত্রীযাপন করছে। কেউ কেউ পাশের কোনো বাড়িতে আশ্রয় নিচ্ছে। ভোরে উঠে তারা চিকৎসার জন্য সিøপ নিয়ে লাইনে দাঁড়িয়ে সকাল ৯টার পর থেকে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ নিয়ে ফিরছে। স্থানীয়রা ভাসমান হাসপাতালের লোকজন এবং রোগীদের বিভিন্ন কাজে সহযোগিতা করে যাচ্ছে।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ভাটি মেখলা গ্রামের ৭০ বছর বয়সী ছবেদ আলী জানান, গত বছর তার গ্রামের একজন চোখের ছানির অপারেশন বিনা টাকায় করে এখন ভালো ভাবে দেখতে পায়। ওই কথা শুনে ভোরে নৌকা দিয়ে এসেছি চোখ দেখাতে। এখন লাইনে দাঁড়িয়ে আছি। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা থেকে সালেমা খাতুন তার ৮ বছরের ছেলেকে নিয়ে এসেছে। তিনি জানান, তার ছেলের হার্নিয়ার সমস্যা। শুনেছি বিনামূল্যে ভালো অপারেশন হয়, ওষুধও দেয়। গরীব মানুষ তাই এসেছি। এসে হাসপাতালের টিনশেড ঘরে ছিলাম। ধুনটের নিমগাছি থেকে আসা রাফিয়া বেগম জানান, আমার মেয়েলী সমস্যা। ধুনট হাসপাতালে গিয়েছিলাম। তারা বলেছে ক্লিনিকে অপারেশন করতে হবে। গরীব মানুষ টাকা নেই। তাই এখানে এসেছি।
স্থানীয় ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু জানান, বেশ কয়েক বছর হলো ভাসমান হসপিটাল এখানে আসছে। তারা যোগাযোগ করার পর তাদের স্থান নির্ধারণ সহ সহযোগিতা করে আসছি। সুন্দর চিকিৎসা সেবা রোগীরা এই কথাই বলছে। দূরের চর এবং বিভিন্ন এলাকা থেকে রোগীরা এখানে আসছে।
ভাসমান হাসপাতালের সিনিয়র ইনফরমেশন অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, ২০০১ সাল থেকে ভাসমান হাসপাতালের কার্যকর শুরু হয়েছে। প্রথমে কুড়িগ্রামের চিলমারী থেকে গাইবান্ধা, জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় এর কার্যক্রম থাকলেও এখন বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় যমুনার তীরে কাজ পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১২ লাখ ৬১ হাজার ২৬৩ জন হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, নদী ভাঙন জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য মূলত লাইফবয় ফ্রেন্ডশীফ হাসপাতাল। গত নভেম্বর মাসের ২৮ তারিখে বগুড়ার কৈয়াগাড়ী যমুনার ঘাটে আমরা এসেছি। তিন মাস সেখানে চিকিৎসা কার্যক্রম চালাবো। চিকিৎসক, টেকনিশিয়ান, স্টাফ সব মিলিয়ে প্রায় ৫০ জন এখানে করছে। স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সুন্দর ভাবে চিকিৎসা কাজ চালানো হচ্ছে।
সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. শফিউল আজম জানান, দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের অপারেশন করানো হয়। কর্মরত টেকনিশিয়ানদের দক্ষতা বৃদ্ধির জন্য বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। বিনামূল্যে চোখের ছানি অপারেশন, অর্থোপেডিক্স, হার্নিয়া, প্লাস্টিক সার্জারী, গাইনী এসব বিষয়ে অপারেশন সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা দেয়া হয়। ২০০১ সাল থেকে মূলত নদী ভাঙন এলাকার হতদরিদ্রের চিকিৎসার জন্য এ কার্যক্রম হাতে নেয়া হলেও এর বাইরেও যারা আসেন তাদেরও চিকিৎসা সেবা দেয়া হয়। প্রেসক্রিপশনের সাথে রোগীদের ওষুধও দেয়া হয়ে থাকে। প্রতিদিন ১৫০ জন রোগী দেখার টার্গেট থাকলেও তারচেয়ে বেশি আসছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল