বৃষ্টি ছাপিয়ে পারটেক্সের নায়ক রাকিব
২৩ মার্চ ২০২৫, ১২:৪৯ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০২:৩৪ এএম

ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের শেষ দিনে গতকাল তিনটি ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে দুই ম্যাচ মাঠে গড়ায়নি। এ দুই ম্যাচের মধ্যে বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলার কথা ছিল রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এবং একই ভেন্যুর ৪ নম্বর মাঠে খেলার কথা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ছিল গুলশান ক্রিকেট ক্লাব। ম্যাচ দু’টি বৃষ্টিতে ভেসে যায়। এমনকি দুই দলের টস পর্বও হয়নি। ক্রিকেটাররা মাঠে এসে না খেলেই ফিরে যান ক্লাবে। তবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবেরর মধ্যকার ম্যাচটি ঠিকই অনুষ্ঠিত হয়। যে ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নেয় পারটেক্স। খেলায় পারটেক্স স্পোর্টিং ক্লাব ১ উইকেটে হারায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাট করে মার্শাল আইয়ুবের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২১৮ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। জবাবে মোহাম্মদ রাকিবের হার না মানা হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৯ রান করে রোমাঞ্চকর জয় তুলে নেয় পারটেক্স।
টস হেরে আগে ব্যাট করতে নামে ইমরুল কায়েসের দল অগ্রণী ব্যাংক। তবে তারা বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। দলীয় ১২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অগ্রণী ব্যাংক। তবে সতীর্থদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্তে ঠিকই অবিচল ছিলেন মার্শাল আইয়ুব। ম্যাচের প্রায় অন্তিম সময় পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। দলের সংগ্রহ দুইশ’র ঘরে পৌঁছে আউট হন মার্শাল। ৪৮.২ ওভারে দলীয় ২০৯ আউট হওয়ার সময় তিনি ৮৭ বলে ৫ চারের মারে করেন ৬৪ রান। এছাড়া ওপেনার সাদমান ইসলাম ৪৮ বলে ৩১, শুভাগত হোম ২৪ বলে ২৭ ও মেহেদী হাসান রানা ২২ বলে অপরাজিত ২২ রান করেন। পারটেক্সের হয়ে ৪১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন নাইম ইসলাম জুনিয়র।
মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে পারটেক্স। ৯.৪ ওভারে দলীয় ৩৮ রানে দুই ওপেনার যথাক্রমে জয়রাজ শেখ ও সাব্বির রহমানকে হারায় তারা। ব্যাট হাতে এদিনও ব্যর্থ ছিলেন সাব্বির রহমান, ফিরে যান ২৬ বলে ১৪ রান করে। পরে সাময়িক বিপদ সামলে নেন আদিল এবং তানভীর। তবে আদিল ফেরেন দলীয় ৫৬ রানে। ১৭.৩ ওভারে ফেরার আগে তিনি ৫২ বলে ৫ চারের মারে করেন ৩২ রান। ২৩.৩ ওভারে দলীয় ৯১ রানে ্আউট হয়ে যান তানভীর। তিনি ২৮ বলে ৩ ছক্কার মারে করেন ২৫ রান। পরবর্তীতে দলকে পথ দেখাতে থাকেন রাকিব এবং আহরার আমিন। ৩৭.৫ ওভারে আহরার আউট হলে ১৬১ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে পারটেক্স। যে কারণে শেষ ওভারে জয়ের জন্য তাদের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। রাকিবের দুই চারে শেষ বলে জয় তুলে নেয় পারটেক্স। ১০৩ বল খেলে ৫টি করে চার ও ছয়ের মারে ৮০ রানে অপরাজিত থাকেন রাকিব। অগ্রণী ব্যাংকের হয়ে আরিফ আহমেদ ২৯ ও নাইম হাসান ৪০ রান খরচায় পান ২টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান পারটেক্সের মোহাম্মদ রাকিব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিলল চমকপ্রদ গতি

ঈদ পরবর্তী ট্রেনযাত্রা, আজ বিক্রি হবে ৪ এপ্রিলের টিকিট

কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

নিউজিল্যান্ডে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল

তামিমের জটিল চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত নেন ডা. মনিরুজ্জামান মারুফ

জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার: ড. মুহাম্মদ ইউনূস

কানাডায় জাতীয় নির্বাচন, ভোটগ্রহণ ২৮ এপ্রিল

অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত নয়, ধৈর্য ধরে দায়িত্ব পালন করুন: সেনাপ্রধান

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬১ ফিলিস্তিনি

মধ্যরাতে মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

কর্ণফুলীতে ‘অপারেশন ডেভিল হান্টে’ অভিযানে আ.লীগ নেতা আটক

গণহত্যা, গুম, খুন যারা করেছে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না তাদেরকে- এমরান চৌধুরী

আমাদের মধ্যে বিভেদ তৈরি করে প্রশাসন সুযোগ নিচ্ছে: জয়নুল আবদিন ফারুক

সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট

চেক ডিজঅনার : সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

বিগত স্বৈরতন্ত্রের সংবিধানের বদল হতেই হবে

বাংলাদেশ-চায়না চেম্বারে প্রশাসক নিয়োগ

ডিমের লোকসান ঘোচাতে স্বল্প সুদে ঋণসহ ৬ প্রস্তাব