রাজধানীতে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিলল চমকপ্রদ গতি
২৫ মার্চ ২০২৫, ১০:০৫ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ১০:০৭ এএম

আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন।
এ সম্মেলনে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে উচ্চগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবার নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ।
তবে আনুষ্ঠানিক পরীক্ষার আগেই ঢাকার এক হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই পরীক্ষার ফলাফল শেয়ার করেছেন।
সোমবার (২৪ মার্চ) রাতে শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য শেয়ার করেন।
তার পোস্টে দেওয়া ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে ডাউনলোড গতি ২৩০ এমবিপিএস এবং আপলোড গতি ২০ এমবিপিএস।
এই পরীক্ষায় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩ এমএস (মিলিসেকেন্ড) ৷ গতি পরীক্ষার সময় স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে। আর ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক মূলত লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। দুর্গম ও গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে এটি বিশেষ ভাবে সক্ষম।
এর আগে, গত রোববার (২৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে বলেন, বিনিয়োগের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।
এক্ষেত্রে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে। আর ৯০দিন পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
তিনি বলেন, ৭ এপ্রিল থেকে ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হবে। তবে সেই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল।
সকালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেদিনই স্টারলিংকের ব্যবহার শুরু হবে।
এই ইন্টারনেট সেবা ব্যবহার করে ৯ তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার হবে।
সম্মেলনে ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ২ হাজার প্রতিনিধি থাকবেন।
বিভাগ : স্পটলাইট
মন্তব্য করুন
আরও পড়ুন

সৈয়দপুর রেলকারখানায় মেরামত শেষে ১৬৭ কোচ হস্তান্তর

আটঘরিয়ার মাজপাড়ায় হতদরিদ্রের মাঝে ভিজিএফ চাল বিতরণ

নিকলীর বীর মুক্তিযোদ্ধা সখিনা এখন শয্যাশায়ী

জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে : প্রধান উপদেষ্টা

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলন দায়ে ড্রেজার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা

সত্যিই কি ভারতীয় এমিলিয়া ক্লার্ক!

শহীদ জিয়া গণতন্ত্র উদ্ধার করে গেছেন - আল-ফাতাহ খান

বাংলাদেশ খেলাফত মজলিস সর্বশ্রেষ্ঠ নেতৃত্বদানকারী

কপালে লাল টিপ ও রবীন্দ্রনাথ সংগীত গেয়ে সনজীদা খাতুনকে বিদায়

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

সৈয়দপুরে এখন চরম ব্যস্ত দর্জিবাড়ি

ঝুঝিয়াংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা

ছয় বছর লিভ ইনে ছিলেন জিৎ-স্বস্তিকা

বিএফএ সম্মেলনে আজ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

চাঁদাবাজ-জুলুম-অত্যাচারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে - মাহমুদুল হক রুবেল

চবিতে শিক্ষা ছুটিতে থাকা ২ শিক্ষক চাকরিচ্যুত

ঈদের ছুটির কারণে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে

সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের হাফেজের মৃত্যু