মধুখালিতে লঙ্কাকান্ড তৌহিদ জনতা পুলিশ মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ টিয়ারগ্যাসে পুরো এলাকা ছিল অন্ধকার

Daily Inqilab ফরিদপুর জেলা সংবাদদাতা

২৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৭ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পিএম

 

মধুখালিতে লঙ্কান্ড তৌহিদ জনতা পুলিশ মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ টিয়ারগ্যাসে পুরো এলাকা ছিল অন্ধকার। মহাসড়ক টানা ৫ ঘন্টা অচল।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ছিল প্ঞ্চপল্লীতে নিহত দুই সহোদরকে হত্যাকারীদের আটকের দাবিতে স্হানীয় তৌহিদী জনতার একটি মানববন্ধনের নির্ধারিত তারিখ ছিল। সেই সূত্র ধরে সকাল ১০টায় স্হানীয় ঈদগাহ ময়দানে লোকজনও জড়ো হতে থাকে। তখন এই প্রতিবেদককের সাথে

কথা হয় নিহত দুই সহোদর আশরাফুল ও আরশাদুল আপন চাচাতো ভাই মোঃ ইমরান খানের সাথে। তিনি ইনকিলাব কে বলেন, মানববন্ধনের
বিষয় টি মধুখালি থানা পুলিশ কে অবগত করে ও মানববন্ধন করার অনুমতি পাননি আমরা। তারপর স্হানীয় ঈদগাহ ময়দানে অল্পপরিসরে আয়োজিত মানববন্ধনটি মহুর্তের মধ্যে জনসমুদ্র রূপ নেয়।

শুরু হয় মিছিল এবং খুনীদের আটকের দাবিতে মানববন্ধনটি রূপ নেয় মহাসমাবেশ।
নামতে থাকে মানুষের ঢল।কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, সড়ক মহাসড়ক, লিংক সড়ক সহ পুরো মধুখালি উপজেল সদর।

স্হানীয় হাসপাতাল এলাকার মোঃ জসীমউদ্দিন রাহমানী ইনকিলাব কে বলেন৷ আমি নিরপেক্ষ লোক যা দেখলাম, মধুখালি মালেকা চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক আটকিয়ে বড় বড় গাছের দিয়ে পুরো সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয় সমাবেশ আগন্তুকরা। এসময় পুলিশ এর প্রতিকারের চেষ্টা করলে শুরু হয় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মুখোমুখি সংঘর্ষ।

স্হানীয়রা গোপঘাট এলাকায় গাছের গুড়ি ফেলে পুরো সড়ক বন্ধ করে দিলে কমপক্ষে ৩০/৪০ কিলোমিটারের সকল প্রকার যানবাহন চলাচলে চরম অবস্থার সৃষ্টি হয় প্রচন্ড রোদ ও তাপে। তখন পুলিশ বিজিবি একসাথে গাছের গুড়ি অপসারণের চেষ্টা করলে সমাবেশ কারারীরা তাদের দিকে বৃষ্টির মত ইট পাটকেল পাথর ছুঁড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীরাও ফাঁকা গুলী টিয়ারসেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে।
এই খবর মূহুর্তের ঈদগাহ ময়দানে পৌঁছালে নানান দিক থেকে লোকসমাগম বেশি হলে প্রতিবাদ ছোট সমাবেশ টি জনসমুদ্রে রূপ নিলে ঘটে যায় এক লঙ্কা কান্ড। ইনকিলাবকে কথাগুলো বলছিলেন মধুখালি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান পলাশ। তিনি আরো বলেন,

ঠিক তখনই কয়েক হাজার জনতা একহয়ে হিন্দু সম্প্রদায়ের এলাকা পঞ্চপল্লী এলাকা অভিমুখে পিঁপড়ের শারির মত উম্মাদের ন্যায় সকলে মিলে একদিকে দৌড় দেয়। ঠিক তখনই আইনশৃঙ্খলা আরো বেপরোয়া হয়ে যেকোন মুল্যে জনতাকে ঠেকাতে আবার রাবার বুলেট টিয়ারসেল নিক্ষেপ করেন।

অপরদিকে,, ঢাকা থেকে প্রকাশিত একুশের কন্ঠের ফরিদপুর প্রতিনিধি মোঃ সামাদ খান ইনকিলাব কে বলেন, আমি চোখ দেখেছি। শান্তিপূর্ণ একটি ছোট মানববন্ধন কত দ্রুত সময়ের মধ্যে জনসমাবেশে রূপনেয়। মালেকা চক্ষু হাসপাতালের সামনে পুলিশ জনতা সংর্ঘষ বেধেছে শুনে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন বেশামাল হয়ে পড়ে পুরো মহাসড়ক এলাকা। সমাবেশে আশা চোপড়ঘাট এলাকা মোঃ মুরাদ বেপারি ইনকিলাব কে বলেন,
আশরাফুল ও আরশাদুলেুসহ আরো তিন শ্রমিকের রক্তের দাগ না শুকাতেই মধুখালির সড়কে আবার ৫ জন জনতার তাজা রক্ত ঝড়লো পুলিশ - জনতা সংর্ঘষ কালে। আরও ১০ জন আহত হইছে দেখলাম।
তবে যারা আহত হয়েছেন, কেউ বলছেন,পুলিশের রাবার বুলেট,কেউ বলছেন ইট পাটকেলে।

আসলে কি ভাবে আহত হয়েছেন এখনও পরিস্কার নয়। এমন কথাগুলো বলছেন মধুখালি মধুখালির পৌর মেয়র মোঃ খন্দকার মোর্শেদ রহমান লিমন। তবে পুলিশ দাবি করছেন তাদেরও একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বিক্ষুদ্বদের ইটের আঘাতে। আহত পাবলিক সকলেই মধুখালি থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুমাইয়া বেগম ইনকিলাব কে বলেন ৭/৮ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসছিলো,কিন্তু আহত হইছে জানি না। তবে তাদের শারীরিক অবস্থা খারাপ থাকায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হইছে।

বিক্ষোভকারীদের সড়ক অবরুদ্ব করানোয়ে ১৫/২০ টি রুটে সকল প্রকার যানবান চলা বন্ধ থাকে প্রায় ৫/৬ ঘন্টা।

এ সময় সড়কে আটকা পড়ে শত শত পরিবহনসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস।। ফরিদপুর -বরিশাল, ফরিদপুর - যশোর, খুলনা,কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর,বেনাপোল সকল রুটের পরিবন দীর্ঘ লাইনে দুইদিক থেকে মহা সড়কে নিথর হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে।

সাথে যোগ হয় প্রচন্ড গরমের অবর্নীয় দুর্ভোগ। শত শত যানবাহন আটকা পড়ে, বহু কষ্ট ভোগ করছেন, হাজার হাজার নারী পুরুষ, বৃদ্ধ আবাল বনিতা।

সকাল ১০ টা থেকেই ফরিদপুর থেকে মধুখালির প্রধান সড়ক টি একেবারেই অচল ছিল। তারপর বেগতিক পরিস্থিতি ঠান্ডা করতে মধুখালিতে ছুঁটে জান জেলার ডিসি এবং এসপি।
তাতেও তেমন একটা ফল আসেনি। তারপরও তারা প্রতিবাদ মুখোর তৌহিদী জনতাকে ঠান্ডা করার চেষ্টা করছেন। কিন্তু পারেননি।

কোন মতেই থাকমছে না সংর্ঘষ। পুলিশ জনতা মারমুখী অবস্থানেচলে যায় তখন । চলছে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাও। এ যেন এক অঘোষিত যুদ্ধ ময়দান।

সাকল ৯ থেকে শুরু হওয়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
অংশ নিতে আশা তৌহিদি জনতার ঢল নামে সকাল ১০ টার মধ্যেই। মিছিল কারারীরা মিছিল নিয়ে স্হানীয় রেলগেট কেন্দ্রীয় ঈদাও ময়দানে এসে জড়োলে সমাবেশ স্হলটি জনসমুদ্র পরিনত হয়।

কোন রকম থানা পুলিশের অনুমতি ছাড়াই মানববন্ধন সহ সমাবেশটিতে হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত হন।

জানাযায়, এই মানববন্ধন ও প্রতি বাদ সমাবেশ, ফরিদপুর, রাজবাড়ী,বালিয়াকান্দি, মাগুরার মোহম্মদপুর,বোয়ালমারীসহ মধুখালী উপজেলার বাগহাট,ডুমাইন, মাঝি পড়া, ভবঘাট,চোপেরঘাট,নওয়াপাড়া, আমডাঙ্গা,ঝুমলো,মধুপুর,এবং মধুখালি পৌর এলাকার হাজার হাজার মানুষ এই সমাবেশ অংশ নেন।

খুনীদের বিচার চাই খচিত প্লাকার্ড। ব্যানারে ও লেখা ছিল তাই। মানববন্ধন ও সমাবেশে অংশ নেওয়া জনতার কোন দলীয় বা সাংগঠনিক ব্যানার না থাকলেও সবাই ছিল প্রতিবাদ মুখোর ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে।

প্রতিবাদকারী প্রাকাশ্যে মাইক ধরে বলছেন দুই সহোদর কে যখন পিটিয়ে থেতলিয়ে খুঁচিয়ে খুনীরা যখন মৃত্যু নিশ্চিত করেন । তখন অনেক সমশ ক্ষেপন হয়েছে। তখন মধুখালি থানার ওসি সাহেব ছিলেন বড়ই অসহায়।

তিনি ইচ্ছে করলো নিহত আহতের সকলকে বাঁচাতে পারতেন। কিন্তু তিনি তা করেনি। কিন্ত আজ আমাদের ভাই খুন হয়েছে মায়ের বুক থেকে দুটি সন্তান খালি হয়েছে অথচ একজন খুনী ও গ্রেফতার হয়নি।

আজ আমরা প্রতিবাদ করতে খুনীদের আটক করাতে শান্তিপূর্ন মানববন্ধন এবং সমাবেশ করনো সেখানে এত অনুমতি লাগবে কেন। তারপর আমরা অনুমতি চাইছি। আমাদের অনুমতি দেওয়া হয়নি।

সর্বশেষ, ফরিদপুর এলিটফোর্সের ৭/৮ গাড়ি গিয়ে এলাকা নিয়ন্ত্রণে নেন। সাথে সহযোগিতা করেন, মধুখালির, ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে ফরিদপুরের পুলিশ সুপার জনগনকে আশ্বস্ত করেন ৯/১০ লোক আটক হয়েছে। তাদেরকে মিডিয়া ব্যাবসায়ীদের মুখোমুখি করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলা যায়নি। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা বাহিনী আছেন কঠোর অবস্থানে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লোকসানে দিশেহারা খামারিরা

লোকসানে দিশেহারা খামারিরা

তাপদাহের সঙ্গে স্বল্প বৃষ্টি

তাপদাহের সঙ্গে স্বল্প বৃষ্টি

আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্তও সহ্য করবো না

আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্তও সহ্য করবো না

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে :ওবায়দুল কাদের

যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে :ওবায়দুল কাদের

মাদরাসার শিক্ষার্থীরা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন : সিপিডি

মাদরাসার শিক্ষার্থীরা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন : সিপিডি

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ

বৃষ্টি-পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা

বৃষ্টি-পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা

ভিয়েতনামে লাখ লাখ মাছের মৃত্যু

ভিয়েতনামে লাখ লাখ মাছের মৃত্যু

২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা আজ বন্ধ থাকবে

২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা আজ বন্ধ থাকবে

বাড়তি ভাড়ায় রেলভ্রমণ আজ থেকে

বাড়তি ভাড়ায় রেলভ্রমণ আজ থেকে

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের

তুরস্ককে আন্তর্জাতিক গ্যাস বাণিজ্য কেন্দ্রে পরিণত করার পথ প্রশস্ত

তুরস্ককে আন্তর্জাতিক গ্যাস বাণিজ্য কেন্দ্রে পরিণত করার পথ প্রশস্ত

চাঁদের পথে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট মিশন

চাঁদের পথে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট মিশন

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-২

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-২

ফজরের নামাযের দশটি ফযীলত-২

ফজরের নামাযের দশটি ফযীলত-২

ষাঁড় ঝাঁপিয়ে পড়ে দোকানে

ষাঁড় ঝাঁপিয়ে পড়ে দোকানে

নারী সংখ্যাধিক্যের দেশ

নারী সংখ্যাধিক্যের দেশ

চুল রাঙিয়ে বিপাকে

চুল রাঙিয়ে বিপাকে

রঙচটা বাস চলছেই

রঙচটা বাস চলছেই