ঢাকা   শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১
৪লক্ষাধিক মানুষ পানিবন্ধি, আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ৪৫হাজারেরও বেশি মানুষ

কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণের জন্য বানভাসী মানুষের হাহাকার!

Daily Inqilab মনোহরগঞ্জ (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

২৮ আগস্ট ২০২৪, ০১:৩৭ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ০১:৩৭ পিএম

গত ১০/১২দিন থেকে টানা ও থেমে থেমে বৃষ্টি ও উজানে ভারত থেকে আসা ঢলে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।এতে উপজেলা দুটির প্রায় ৯০শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। ত্রান আসলেও মূল সড়কের আশপাশে থেকেই করছে বিতরণ, হচ্ছেনা সুষম বন্টন। আশ্রয় কেন্দ্রগুলোতে তিন ধারণের ঠাই নেই এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণের অভাবে বানভাসী মানুষের মাঝে হাহাকার সৃষ্টি হয়েছে।

ডাকাতিয়া নদীর পানি নিয়মিত বৃদ্ধিতে সকলের মনে নতুন করে শঙ্কাও তৈরি হচ্ছে। বিশেষ করে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর পানি উপচে ও বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে দুই উপজেলার ৪ লক্ষাধিক মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন। ১৮৮টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে প্রায় ৪৫ হাজার লোক আশ্রয় নিয়েছেন। বিভিন্ন স্থানে পানিবন্দী মানুষের ভোগান্তি ও বাড়ছে ।লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা অফিসের তথ্যমতে, বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ডাকাতিয়া নদীর পানি সব পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নদীর পানি বিভিন্ন পয়েন্টে আগের তুলনায় নিয়মিত বেড়েই চলেছে ।

 

লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদীর কয়েকটি স্থানে পাড় ভেঙে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে লাকসাম পৌরসভা, লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলার প্রায় ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। লাকসাম উপজেলার ৮৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২০ হাজার মানুষ এবং মনোহরগঞ্জ উপজেলার ১০৫টি আশ্রয় কেন্দ্রে ২৫ হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তবে কিছু আশ্রয় কেন্দ্রের নিচতলা ডুবে যাওয়ায় আশ্রয় গ্রহনকারীদের মধ্যে আতংক বিরাজ করছে।

 

এদিকে, উপজেলা দুটির পানিবন্দি ও আশ্রয় শিবিরে অবস্থান নেওয়া লোকদেরকে উপজেলা প্রশাসন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

 

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন, পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ৮৩টি আশ্রয় শিবিরে প্রায় ২০ হাজার মানুষ অবস্থান নিয়েছে।দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি। এ পর্যন্ত আমরা মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৪৫ মেট্রিক টন চাল পেয়েছি। চাল-ডাল, চিড়া-মুড়ি, গুঁড়, চানাচুর -বিস্কুটসহ নানা খাদ্য সামগ্রী বন্যার্তদের মাঝে পৌঁছাচ্ছি। প্রশাসন ছাড়াও জামায়াত-বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ব্যক্তিগত ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে পড়ায় অনেক জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছেনা। আমরা সাধ্যমতো চেষ্টা করছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর।

 

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা বলেন, -আমার মনোহরগঞ্জ উপজেলাবাসী ভালো নেই। তারপরও আমরা সকলকে নিয়ে আমাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি এবং এটা চলমান থাকবে। তিনি জানান, ইতিপূর্বে উপজেলাটির ১০৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২৫হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি পর্যায়সহ আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো বন্যার্তদের সহযোগিতা করছি। আমরা এ পর্যন্ত মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কাছ থেকে ২০ মেট্রিক টন চাল পেয়েছি। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রত্যন্ত এলাকায় পৌঁছানো যাচ্ছেনা।
দেখা যাচ্ছে, আমরা একটি গ্রামে ৩০টি পরিবারের জন্য খাবার নিয়ে গেছি। কিন্তু ওখানে গিয়ে দেখা যায়, একশটি পরিবার অবস্থান করছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

 

লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী জানান, লাকসাম পৌরসভা ও উপজেলার বেশ কয়েকটি আশ্রয় শিবিরে অবস্থান নেয়া বন্যার্তদের মাঝে জামায়াতের পক্ষ থেকে প্রতিদিন সাড়ে চার হাজার রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হচ্ছে। এ সংখ্যা আরো বাড়ানো হবে।
তিনি বলেন, বন্যার্তদের সহযোগিতায় আমাদের নেতা-কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আমরা এ কাজ করছি। অন্য কোন উদ্দেশ্যে নয়।

 

সেইভ দ্যা হিউমিনিটির চেয়ারম্যান ও জামায়াত নেতা এডভোকেট বদিউল আলম সুজন জানান, লাকসাম উপজেলার ৮৩টি আশ্রয় কেন্দ্রসহ লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষকে নিরাপদ রাখতে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াত-শিবির এবং সেইভ দ্যা হিউমিনিটি সর্বোচ্চ ভূমিকা রেখে যাচ্ছে। তাদের প্রতিবেলা রান্না করা ও শুকনো খাবারসহ সকল বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন, লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার বিএনপির অভিভাবক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। বন্যায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পৌঁছানো হচ্ছে।

 

এদিকে বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণকালে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরন্নবী বলেন, আমরা হাতে হাত রেখে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আমরা বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছি।
এ সময় তিনি, নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান।

 

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লিভিংস্টোনের বিস্ফোরক ইনিংসে সমতায় ফিরল ইংল্যান্ড

লিভিংস্টোনের বিস্ফোরক ইনিংসে সমতায় ফিরল ইংল্যান্ড

লিভিংস্টোনের বিস্ফোরক ইনিংসে সমতায় ফিরল ইংল্যান্ড

লিভিংস্টোনের বিস্ফোরক ইনিংসে সমতায় ফিরল ইংল্যান্ড

ছাত্রজনতার অভ্যুত্থানে নিহত ৮৭৫, গুলিতে মৃত্যু বেশি

ছাত্রজনতার অভ্যুত্থানে নিহত ৮৭৫, গুলিতে মৃত্যু বেশি

গোপালগঞ্জে বিএনপির গাড়ীবহরে আওয়ামী লীগের হামলা : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত : আহত অন্তত ৩০

গোপালগঞ্জে বিএনপির গাড়ীবহরে আওয়ামী লীগের হামলা : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত : আহত অন্তত ৩০

সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্ট করার চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্ট করার চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণার করতে হবে গণসমাবেশে মুফতি সৈয়দ ফয়জুল করীম

দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণার করতে হবে গণসমাবেশে মুফতি সৈয়দ ফয়জুল করীম

নড়িয়ায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নড়িয়ায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সিকৃবিতে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সিকৃবিতে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

চার দেশের যে নিঃশ্বাস তেঁতুলিয়ার বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দিব -সারজিস আলম

চার দেশের যে নিঃশ্বাস তেঁতুলিয়ার বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দিব -সারজিস আলম

গোলাপগঞ্জে জুমার খুতবা পাঠরত অবস্থায় ইমামের মৃত্যু

গোলাপগঞ্জে জুমার খুতবা পাঠরত অবস্থায় ইমামের মৃত্যু

আদর্শ মানুষ গড়তে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই জশনে জুলুছে আল্লামা সাবির শাহ্

আদর্শ মানুষ গড়তে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই জশনে জুলুছে আল্লামা সাবির শাহ্

ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে বেকায়দায় দিল্লী

ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে বেকায়দায় দিল্লী

প্রধান উপদেষ্টার কৃতিত্বে নিরাপদে আমিরাত থেকে দেশে ফিরলেন ৪০ প্রবাসী বাংলাদেশি

প্রধান উপদেষ্টার কৃতিত্বে নিরাপদে আমিরাত থেকে দেশে ফিরলেন ৪০ প্রবাসী বাংলাদেশি

নৌকা ডুবিতে দিরাইয়ের ২ জনের মৃত্যু, আহত ৪

নৌকা ডুবিতে দিরাইয়ের ২ জনের মৃত্যু, আহত ৪

পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, সম্মিলিত মতবিনিময় সভায় কাল সমাধান আসছে- বিজিএমইএ

পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, সম্মিলিত মতবিনিময় সভায় কাল সমাধান আসছে- বিজিএমইএ

প্রধান সড়কে ভাঙা মূর্তি

প্রধান সড়কে ভাঙা মূর্তি

ব্যাংক লুট ও অর্থপাচারের যৎকিঞ্চিৎ

ব্যাংক লুট ও অর্থপাচারের যৎকিঞ্চিৎ

সংস্কারের কঠিন কাজে ড. ইউনূসের হাত

সংস্কারের কঠিন কাজে ড. ইউনূসের হাত

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধে কঠোর হতে হবে

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধে কঠোর হতে হবে

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ৩০

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ৩০