সিরাজদিখানে হিমাগারের যান্ত্রিক ত্রুটির কারনে ৩ কোটি টাকার আলু পঁচে যাওয়ার আশংকা
২১ মার্চ ২০২৫, ০৯:৫৩ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৯:৫৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যান্ত্রিক ত্রুটির কারনে একটি হিমাগারে মজুদ করা কৃষকের আলুতে পঁচন ধরেছে। সেখানে মজুদ প্রায় ৪৫ হাজার বস্তা আলু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শতাধিক কৃষক। এ অবস্থায় বর্তমান বাজার দর অনুযায়ী ওই হিমাগারে কমপক্ষে ৩ কোটি টাকা মূল্যের আলু পঁচে যাওয়ার আশংকা করা হচ্ছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়ায় নাহার কোল্ড স্টোরেজের কম্প্রেসার অচল হয়ে কৃষকের মজুদ করা আলুতে পঁচন দেখা দিয়েছে।
শুক্রবার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক মার্চের প্রথম সপ্তাহে ওই হিমাগারে আলু মজুদ শুরু করেন। ৫৫ কেজি বস্তাবন্দি করে এখন পর্যন্ত হিমাগারের ভেতর ৪৫ হাজার বস্তা বীজ ও খাওয়ার আলু মজুদ রয়েছে হিমাগারে।
এরই মধ্যে ওই হিমাগারের গ্যাস লাইন অকেজো হয়ে কম্প্রেসার বিকল হয়ে পড়েছে। এতে ভেতরে মজুদকৃত ৩ কোটি টাকার আলুই পঁচে যাওয়ার আশংকা করছেন কৃষকরা। কৃষকরা এখন আলুর বস্তা খুলে পচা আলু ফেলে দিয়ে বিভিন্ন আরতে পাঠাচ্ছে। অনেক কৃষক পচা আলু ফেলে দিয়ে অন্য হিমাগারে রাখার চেষ্টা করছে।
তারা আরো জানান, কবে এ হিমাগারে যান্ত্রিক ত্রুটির শুরু-তা তাদের জানা নেই। তবে ৫-৭ দিন আগে আলুতে পঁচন ধরার খবর পেয়ে প্রতিদিনই ছুটে আসছেন হিমাগারে। সপ্তাহ খানেক ধরে চেষ্টা চালিয়েও হিমাগার সচল করতে পারছে না কর্তৃপক্ষ।
উপজেলার খিদিরপুর গ্রামের কৃষক আশরাফ হোসেন ঝন্টু জানান, তিনি ওই হিমগারে ২ হাজার বস্তা আলু মজুদের জন্য অগ্রীম বুকিং করেছেন। ইতোমধ্যে হিমাগারের ভেতর ঢুকিয়েছেন ১ হাজার বস্তা আলু। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে হিমগারের কম্প্রেসার চালু না হওয়ায় আমার সব আলুই পঁচে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হবে। এবছর এমনিতেই আলুতে লোকসান তার উপর আবার আলু পচে যাচ্ছে হিমাগারে। এ বিষয়ে হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না। প্রয়োজনে আইনের আশ্রয় নিব।
উপজেলার সন্তোষপাড়া গ্রামের কৃষক নুর মোহাম্মদ জানান, তার ২ হাজার বস্তা আলু পঁচে গেছে। তার মতো আরো অনেক কৃষকের আলু পঁচে যাচ্ছে। তিনি আলু পঁচে যাওয়ায় হিমাগার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপুরণ দাবী করেছেন। ওই হিমাগারে ৩১ বস্তা লাল আলু বীজ মজুদ করেছেন উপজেলার চরনিমতলা গ্রামের কৃষক হাজী আম্বর আলী সরকার। তিনি জানান, তার আলু বীজের পুরোটাই নষ্ট হয়ে গেছে।
নাহার কোল্ড স্টোরেজের ভারপ্রাপ্ত ম্যানেজার ইসরাত হোসেন জানান, লিকুইড গ্যাস লাইনে পানি ঢুকে সেখানে বর্জ্য তৈরী হয়েছে। যার কারনে গ্যাস সঞ্চালন হচ্ছে না। এতে করে কম্প্রেসার চালু করা যাচ্ছে না। তিনি বলেন, আমরা কম্প্রেসারের ১৫ লাখ টাকার পুরনো গ্যাস ছেড়ে দিয়েছি। নতুন করে ফের ১০ লাখ টাকার গ্যাস দিয়েছি। তাতেও কোনো কাজে আসছে না। ধারনা করা হচ্ছে এ সমস্যা সমাধানে অন্তত ২ মাস সময় লাগবে। তিনি আরও বলেন,আমাদের আরেকটা কোল্ড স্টোরেজ আছে, বিকল্প হিসেবে শ্রীনগর উপজেলার আল আমীন কোল্ড স্টোরেজে রাখার জন্য সবাইকে বলেছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বৃহস্পতিবার হিমাগার কর্তৃপক্ষ আমাকে এ বিষয়টি অবহিত করেছেন। আমি তাদেরকে দ্রুত হিমাগারে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানে জন্য বলেছি। হিমাগারটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। তারপরও আমি তাদেরকে দ্রুত মেরামতের কথা বলে যাচ্ছি। যাতে করে কৃষকরা কোন ধরনের ক্ষয়ক্ষতিতে না পড়েন।
প্রসঙ্গত: চলতি মৌসুমে এ উপজেলার ৮ হাজার ৯৮০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। আলু মজুদে এখানে রয়েছে ১০ টি হিমাগার। আর রাজদিয়া গ্রামের নাহার কোল্ড স্টোরেজে ২ লাখ বস্তা আলু মজুদের ধারন ক্ষমতা রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন বিকেএসপি

‘বিদেশি’ আনছে ভারতও!

কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ঝিনাইদহে জমে উঠেছে ঈদের বাজার ক্রেতাদের ঝোঁক দেশি পোশাকে

সুশীল বিপ্লবীরা আ.লীগের পুনর্বাসন করতে চায় : রাশেদ খান

ধানমন্ডিতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

সুষ্ঠু নির্বাচন হলে ৯০% ভোট পেয়ে বিএনপি জয়লাভ করবে : কায়কোবাদ

আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ৪ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণই নেবে : মাহমুদুর রহমান মান্না

টিভিতে দেখুন

অমর একুশে হল ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বকাপে এক পা আর্জেন্টিনার

মোবাইল ফোন কেড়ে নেয়ায় হাফেজ ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় বাবা নিহত

‘‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ কিংবদন্তি জর্জ ফোরম্যান আর নেই

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : নাসিরউদ্দীন পাটোয়ারী

৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন সাবিনারা

আর্জেন্টিনা ম্যাচে ‘বেকার’ আলিসনও

ইউট্যাবের ইফতার মাহফিলে খালেদা জিয়ার সুস্থতার কামনা

কুস্তির কমিটি নিয়ে ক্ষোভ অব্যহত