বঙ্গোপসাগর গিলে খাচ্ছে বরগুনার টেংরাগিরি বন - ভেসে গেছে শত শত কোটি টাকার সম্পদ
বঙ্গোপসাগরের উত্তাল হিংস্র ঢেউয়ের ছোবল আর ভাঙ্গনের ফলে সাগর উপকূলীয় বনাঞ্চল টেংরাগিরি এখন বিলীনের পথে। শত শত কোটি টাকা মূল্যের ২ হাজার একর জমিসহ লক্ষ লক্ষ নানান প্রজাতির গাছ সাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সাগরের অব্যাহত ভাঙনরোধে কার্যকরী কোন পদক্ষেপ না নেওয়ায় অদূর ভবিষ্যতে বনটির অস্তিত্বহীনের আশংকা দেখা দিয়েছে।
স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, পাকিস্তান সরকার ১৯৬০ সালে বরগুনার টেংরাগিরি বনটিকে...