সিদ্দিকবাজার : জমে ছিল গ্যাস, সিগারেটের আগুন থেকে বিস্ফোরণ
গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটার আগে সেখানে গ্যাস জমে প্রচণ্ড চাপ তৈরি করেছিল। আলো-বাতাস না ঢুকতে পারা সেই বেজমেন্টে সিগারেট জ্বালিয়েছিল কেউ। সেই আগুন থেকে প্রথমে স্ফুলিঙ্গ তৈরি হয়, পরক্ষণেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। যার বেগ এতই বেশি ছিল যে, ভবনের ইট-কাঠ ফেটে গম্বুজের মতো ওপরের দিকে তিনতলা পর্যন্ত উঠে গিয়েছিল।সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গ্রেপ্তার তিন আসামির জিজ্ঞাসাবাদে...