ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
‘বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩’ দ্বিতীয় দিন

বাংলাদেশ বিদেশি বিনিয়োগের সেরা জায়গা : সালমান এফ রহমান

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

১২ মার্চ ২০২৩, ০৭:০২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৪ পিএম

  • ভিয়েতনামে সুযোগ হারালে বাংলাদেশে বিনিয়োগ করুন: কোরীয় বিনিয়োগ কর্মকর্তা
  • দেশি-বিদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে উৎসব মুখর বিজনেস সামিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক যাত্রার শক্তি, সামাজিক সূচকগুলোতে অসাধারণ উন্নয়ন, ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে থাকা সুযোগ-সমূহ উপস্থাপন করেন। তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের জিডিপি পাঁচগুণ বড় হয়েছে, বার্ষিক গড় হার দাঁড়িয়েছে ৬ শতাংশের বেশি। এছাড়া প্রতি দশকে জিডিপির বার্ষিক প্রবৃদ্ধি কমপক্ষে ১০০ বেসিস পয়েন্ট বাড়ানোর দশকব্যাপী রেকর্ড রয়েছে বাংলাদেশের। এ প্রবৃদ্ধি দেশে বিনিয়োগকারী আকর্ষণ করতে সাহায্য করেছে। আগামী এক দশকেরও কম সময়ে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজার হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সুবিধাজনক হওয়ায় এ অঞ্চলের সবচেয়ে সক্রিয় বাজারগুলোর নাগালেও সহজে পৌঁছাতে পারছে বাংলাদেশ।

রাজধানীতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৩-এর দ্বিতীয় দিনে রোববার (১২ মার্চ) ‘বাংলাদেশ ১০০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট অপারচুনিটিজ ইন কি সেক্টরস ফর ইনভেস্টরস টু লেভারেজ’ শীর্ষক প্লেনারি সেশনের কী নোট ‘কস্ট কম্পিটিটিভনেস’ উপস্থাপনের সময় এসব কথা বলেন সালমান এফ রহমান। সেশনে বাংলাদেশের কস্ট কম্পিটিটিভনেস উপস্থাপন করেন সালমান রহমান। এতে বাংলাদেশের মূল খাতগুলোতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্রে কী কী সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো তুলে ধরা হয়। সালমান এফ রহমান বলেন, বড়বড় সমধর্মী অর্থনীতির তুলনায় বাংলাদেশে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা মজুরির দিক থেকে ৪৭-৮৪ শতাংশ, ব্যবস্থাপকদের বেতনের ক্ষেত্রে ৪১-৬৯ শতাংশ, পানি ও বিদ্যুৎ খরচে যথাক্রমে ৮৯ ও ৫৫ শতাংশ পর্যন্ত খরচ কমাতে পারবেন। তাই বাংলাদেশই বিদেশি বিনিয়োগের সেরা জায়গা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ। আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।

সেশনে প্যানেলিস্ট হিসেবে কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’র গ্রিন গ্রোথ ডিপার্টমেন্ট-এর মহাপরিচালক জং ওন কিম বলেছেন, ভিয়েতনামে বিনিয়োগের সুযোগ হারানো যেসব কোম্পানি চীন থেকে তাদের কারখানা সরিয়ে নিতে চাচ্ছে, তাদের উচিত বাংলাদেশে বিনিয়োগের বিবেচনা করা। বাংলাদেশে এখন ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তৈরি হচ্ছে এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ও উন্নত রাষ্ট্র হওয়ার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। এদিকে দেশি-বিদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে উৎসব মুখর ছিল বিজনেস সামিট। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন।

বাংলাদেশের মূলখাতগুলোতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই সেই ট্রেন মিস না করতে বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন মন্ত্রী। দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’। এতে বাংলাদেশের মূল খাতগুলোতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্রে কী কী সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো তুলে ধরা হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগকারীদের শুল্ক ছাড়সহ বিভিন্ন নীতিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ। ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। তাই এসব সুযোগ কাজে লাগিয়ে বিদেশি কোম্পানিগুলোকে আরও বেশি বিনিয়োগ করতে আমন্ত্রণ জানান টিপু মুনশি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের বাণিজ্য ও কর চুক্তিসমূহ এবং সু-কর্মনীতির বিষয়ে বৈশ্বিক প্রথার প্রতি উন্মুক্ত থাকার মনোভাব দেশের বাণিজ্য সুযোগের ক্ষেত্রে বাড়তি শক্তি হিসেবে বিবেচিত হয়।

সেশন মডারেটরের বক্তব্যে এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিজনেস সামিটে দেশ-বিদেশের অনেক বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। আমরা বিদেশি ব্যবসায়ীদের কাছে আমাদের দেশের সক্ষমতা ও বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনাগুলো তুলে ধরতে চাই।

জসিম উদ্দিন বলেন, সামিটের প্রথম দিনে সউদী আরবের সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। সামিটের দ্বিতীয় দিনে বেশ কিছু প্লেনারি ও পেরালাল সেশন থেকে কিছু সমঝোতা স্মারক হতে পারে বলে আশা করছি। তবে আমাদের মূল লক্ষ্য সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, আমরা আমাদের সক্ষমতা ও সম্ভাবনাগুলো তুলে ধরতেই এই সামিটের আয়োজন করেছি।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৩-এ স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ, বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতিনিধি, বিভিন্ন বাণিজ্য সংস্থা, এবং দেশে ও বিদেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহের কথা জানান যুক্তরাজ্য, কোরিয়া এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিনিয়োগকারীরা। তবে এর জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি, দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি চান তারা।

সেশনটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়াও যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়কমন্ত্রী অ্যান-ম্যারি ট্রেভেলিয়ান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদ, দক্ষিণ কোরিয়ার ইয়াঙ্গুন করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, আসিয়ানের দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক সিইও তাকেশি মামিয়াসহ আরও কয়েকজন বিদেশি ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।

এদিন বিজনেস সামিটে পোশাক ও বস্ত্র খাত, খাদ্যপণ্য, অবকাঠামো, ডিজিটাল ইকোনমি, এনার্জি সিকিউরিটি, কৃষি খাতসহ ৯টি বিষয়ে প্লেনারি এবং পেরালাল সেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নেন।

এর আগে, গত শনিবার ‘বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন। তিন দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার শেষ হবে। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও ৩টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাজ্য, সউদী আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ৭টি দেশের মন্ত্রী এবং ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী, বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নিচ্ছেন। এই সামিটের মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও উত্তোলন, যোগাযোগ, পোশাক ও বস্ত্র, হালকা প্রকৌশল, কৃষি ও স্বাস্থ্য-শিক্ষার মতো খাতে বিপুল বিদেশি বিনিয়োগের আশা করা হচ্ছে।


বিভাগ : অর্থনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোমাঞ্চকর  ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

কুয়াকাটার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল আকৃতির কোরাল মাছ।

কুয়াকাটার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল আকৃতির কোরাল মাছ।

বগুড়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে সৃষ্ট দ্ব‌ন্দ্বে হত্যাকাণ্ড, একজন আটক

বগুড়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে সৃষ্ট দ্ব‌ন্দ্বে হত্যাকাণ্ড, একজন আটক

ঢাবিতে অনুমতি মেলেনি সালাতুল ইসতিসকার

ঢাবিতে অনুমতি মেলেনি সালাতুল ইসতিসকার

ফের মার্কিন ও ইসরাইলি জাহাজে হামলা হুথিদের

ফের মার্কিন ও ইসরাইলি জাহাজে হামলা হুথিদের

চলমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর

চলমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ গণপূর্তমন্ত্রীর

দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর সংখ্যা বাড়ছে

দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর সংখ্যা বাড়ছে

হিটস্ট্রোকে স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

হিটস্ট্রোকে স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

সংসদ সদস্য তমা-কে আ'লীগের বরণ-দিলেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি

সংসদ সদস্য তমা-কে আ'লীগের বরণ-দিলেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি

সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়নের গতিধারা এগিয়ে চলছে : পার্বত্য প্রতিমন্ত্রী

সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়নের গতিধারা এগিয়ে চলছে : পার্বত্য প্রতিমন্ত্রী

তিন দেশে আমিরের সফর থেকে কাতার কী পেতে চাইছে?

তিন দেশে আমিরের সফর থেকে কাতার কী পেতে চাইছে?

ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের অসহায়ত্বের ছবি তুলে- সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের অসহায়ত্বের ছবি তুলে- সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

কুষ্টিয়ার খোকসায় দেওয়াল চাপাই শিশুর মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় দেওয়াল চাপাই শিশুর মৃত্যু

জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

জিআই পণ্যের গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

কত বছর বয়সী ছাগল সদকা করতে হয় প্রসঙ্গে।

কত বছর বয়সী ছাগল সদকা করতে হয় প্রসঙ্গে।

লালমনিরহাটে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

লালমনিরহাটে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

প্লাস্টিক থেকে নদীগুলোকে বাঁচানো দরকার

প্লাস্টিক থেকে নদীগুলোকে বাঁচানো দরকার

আমদানি কমিয়ে জোর দিতে হবে উৎপাদনে

আমদানি কমিয়ে জোর দিতে হবে উৎপাদনে

ভোলায় জেলা প্রশাসকের মাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

ভোলায় জেলা প্রশাসকের মাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

আধিপত্যবাদ রুখতে পণ্যবর্জন অত্যন্ত কার্যকর হাতিয়ার

আধিপত্যবাদ রুখতে পণ্যবর্জন অত্যন্ত কার্যকর হাতিয়ার