ঢাকা   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৯ কার্তিক ১৪৩১
মিথ্যা-ষড়যন্ত্রের শিকার সদ্য নিয়োগপ্রাপ্ত রূপালী ব্যাংকের এমডি

ব্যাংকখাতে আওয়ামী দোসররা এখনো তৎপর

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

২৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম

 

 

 

ব্যাংকিংখাতে আওয়ামী দোসররা এখনো তৎপর। নানা ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের অর্থনীতির প্রাণ ব্যাংকিংখাতকে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। সদ্য ৯টি ব্যাংকের সিইও এ্যান্ড এমডি নিয়োগ নিয়ে যে সব যোগ্য ব্যক্তিদের পদায়ন করা হয়েছে তাদেরকে বিভিন্ন রং লাগানোর চেষ্টা করছে। এছাড়া অপরটি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিইও এ্যান্ড এমডি মো. আব্দুর রহিমের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে একটি চক্র। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা ও প্রবন্ধ লিখে বই প্রকাশ করার মিথ্যা অভিযোগে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োগ পেতে যাওয়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুর রহিমের নিয়োগ ঝুলে রয়েছে। তার লেখা ও প্রকাশিত বইয়ে এডিট করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি বসিয়ে নকল কপি বের করে ষড়যন্ত্র করছে একশ্রেণীর অসাধু চক্র।

জানা গেছে, রাকাবের ডিএমডি মো. আব্দুর রহিমকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ দেওয়ার জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দিয়ে চিঠি প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে তার বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বই প্রকাশ করার মিথ্যা তথ্য ছড়ানো হয়। ফলে শেষ মুহূর্তে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর ওই চিঠি আর পাঠানো হয়নি।

অনুসন্ধানে জানা যায়, মো. আ. রহিম কখনোই আওয়ামী ঘরানার সঙ্গে জড়িত ছিল না। এরপরও তাকে বানানো হয়েছে আওয়ামী লীগ। এমনকি যে সব কবিতার জন্য তাকে আওয়ামী লীগার বলা হচ্ছে, সে সব কবিতার কোথাও শেখ মুজিব বা স্বৈরাচার হাসিনাকে নিয়ে কোন পঙ্কতি নেই। আর যে কারনে সৎ, দক্ষ ও ভালো ব্যাংকার হওয়া স্বত্তেও মো. আব্দুর রহিমের নিয়োগ আটকে যায়।

এ বিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আব্দুর রহিম বলেন, আমার লেখা বৃক্ষের শিক্ষা, নিঃশেষে সৃষ্টি’সহ বেশকিছু কবিতা প্রকাশিত রয়েছে। তবে সেগুলো কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়। তবে আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে কবিতা ও প্রবন্ধ লিখে বই প্রকাশ করার যে তথ্য ছাড়ানো হয়েছে সেগুলো সঠিক নয়। আমার লেখা কবিতা ও বই এডিট করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি বসানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অবশ্য ষড়যন্ত্র শুধু মো. আব্দুর রহিমের বিরুদ্ধে হচ্ছে এ রকম নয়; অন্য ৯ ব্যাংকের এমডিদের বিরুদ্ধেও আনা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়। এদের মধ্যে একাধিক ব্যাংকের এমডিদের বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা বানানো হচ্ছে। অথচ এই উপদেষ্টা পরিষদ তৈরি করেছে আওয়ামী লীগের অনুসারী ব্যাংক কর্মকর্তারা। এই তালিকা সম্পর্কে এসব কর্মকর্তারা জানেনও না। এমনকি তাদের কোন স্বাক্ষর বা এর সঙ্গে একাত্মতা করারও কোন প্রমাণ নেই। এরপরও একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদেরকে আওয়ামী রং লাগাচ্ছে।

সূত্র জানায়, গত সোমবার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ৫ ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে (বিডিবিএল) এমডি ও সিইও নিয়োগ দিতে ব্যাংকগুলোর পরিচালনা পরিষদের চেয়ারম্যানকে চিঠি পাঠায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। একই সঙ্গে রাকাবের ডিএমডি মো. আব্দুর রহিমকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ দেওয়ার জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দিয়ে চিঠি প্রস্তুত করে। তবে শেষ মুহূর্তে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর ওই চিঠি আর পাঠানো হয়নি। এছাড়াও ওই দিন আরও ৪টি ব্যাংকের এমডি নিয়োগ দেয়া হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে মো. আব্দুর রহিম অনেক কবিতা ও প্রবন্ধ লিখে প্রকাশ করার অভিযোগ উঠে। সে কারণেই শেষ মুহূর্তে উচ্চ পর্যায়ের মৌখিক নির্দেশনায় তাঁকে রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুত করা চিঠি পাঠানো হয়নি। নতুন কাউকে ওই পদে নিয়োগ দেওয়া হবে।

শেখ হাসিনা সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডিদের চুক্তির বাকি মেয়াদ বাতিল করতে গত ১৯ সেপ্টেম্বর ব্যাংকগুলোর চেয়ারম্যানদের নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়। তারপর ব্যাংকগুলোর এমডি ও সিইও পদ শূন্য হয়।

এরপর রাষ্ট্র মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক ও চারটি বিশেষায়িত ব্যাংক মিলিয়ে ১০টি ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগের আনুষ্ঠানিকতা শেষে ১০ জনের নাম চূড়ান্ত করে সুপারিশ পাঠায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই সুপারিশ গত ১৬ অক্টোবর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং ২০ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমোদন করেন। চূড়ান্ত তালিকায় মো. আব্দুর রহিমের নামও ছিল।


বিভাগ : অর্থনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাস্তা সংস্কার চাই

রাস্তা সংস্কার চাই

সুন্দরগঞ্জে ১০ বছর পর হত্যা মামলা দায়ের

সুন্দরগঞ্জে ১০ বছর পর হত্যা মামলা দায়ের

সবাই ভিসি হতে চান কেন?

সবাই ভিসি হতে চান কেন?

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

স্বৈরাচারের দোসররা নানা ইস্যুতে জনদুর্ভোগ সৃষ্টি করছে

স্বৈরাচারের দোসররা নানা ইস্যুতে জনদুর্ভোগ সৃষ্টি করছে

প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির ‘না’

প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবে প্রধান বিচারপতির ‘না’

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ইরানি কুস্তিগীর নাঘুসি

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ইরানি কুস্তিগীর নাঘুসি

ব্রিকসে যোগ দিতে আগ্রহী তুরস্ক

ব্রিকসে যোগ দিতে আগ্রহী তুরস্ক

ফোন ওঠাতে গিয়ে দুই পাথরের মাঝে উল্টো হয়ে আটকা পড়লেন নারী

ফোন ওঠাতে গিয়ে দুই পাথরের মাঝে উল্টো হয়ে আটকা পড়লেন নারী

ইরানে পাল্টা হামলায় মার্কিন সমর্থন চায় ইসরাইল

ইরানে পাল্টা হামলায় মার্কিন সমর্থন চায় ইসরাইল

বাংলাদেশ থেকে ১৪০ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ায় : ৩ জনের মৃত্যু

বাংলাদেশ থেকে ১৪০ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ায় : ৩ জনের মৃত্যু

সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে চ্যালেঞ্জের মুখে যোগী

সরকারি কর্মীদের সম্পত্তির হিসাব চেয়ে চ্যালেঞ্জের মুখে যোগী

রাশিয়ায় ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উ. কোরিয়া

রাশিয়ায় ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উ. কোরিয়া

ট্রাম্প ‘বয়স্ক ও পাগলাটে’ : বারাক ওবামা

ট্রাম্প ‘বয়স্ক ও পাগলাটে’ : বারাক ওবামা

গণহত্যাকারী লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করুন কালো টাকা ও পেশীশক্তি রোধে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন -মুফতী সৈয়দ ফয়জুল করীম

গণহত্যাকারী লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা করুন কালো টাকা ও পেশীশক্তি রোধে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন -মুফতী সৈয়দ ফয়জুল করীম

প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করছে যুক্তরাজ্য ও জার্মানি

প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করছে যুক্তরাজ্য ও জার্মানি

আইএসের ইরাক শাখার প্রধান নেতা নিহত

আইএসের ইরাক শাখার প্রধান নেতা নিহত

সিদ্ধ চালের রফতানি শুল্ক তুলে নিল ভারত

সিদ্ধ চালের রফতানি শুল্ক তুলে নিল ভারত

হিজবুল্লাহ নেতার মৃত্যু নিশ্চিত করল ইসরইল, নীরব হিজবুল্লাহ

হিজবুল্লাহ নেতার মৃত্যু নিশ্চিত করল ইসরইল, নীরব হিজবুল্লাহ

ইউক্রেনের জনসংখ্যা এক কোটি কমে গেছে : জাতিসংঘ

ইউক্রেনের জনসংখ্যা এক কোটি কমে গেছে : জাতিসংঘ