ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান

Daily Inqilab সরদার সিরাজ

০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম

বিশ্ব ব্যাংকের ‘স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি ইনডেক্সে’-২০২৩ মতে, ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ৫৮.১ পয়েন্টে (২০১৪ সালে ছিল ৮০ পয়েন্ট), পাকিস্তানের ৬০.৭, মিয়ানমারের ৬৩.৮। বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২৩ মতে, ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৮১তম (মাঝারি মাত্রার ক্ষুধায় আক্রান্ত), ভারত ১১১তম ও পাকিস্তান ১০২তম। সিপিডির প্রতিবেদন মতে, গার্মেন্ট খাতে শ্রমিকের ন্যূনতম বেতন (মার্কিন ডলারে) বাংলাদেশে ৭২.৪২, ভারতে ১৭১.১৮, কম্বোডিয়ায় ২০০, ইন্দোনেশিয়ায় ২৪২.৯৪ ও চীনে ৩০৩.৫৯। বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশের সূচক-২০২৩ মতে, বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৬৮তম। ফ্রিডম হাউসের ‘ফ্রিডম অব দ্য নেট-২০২৩’ শীর্ষক প্রতিবেদন মতে, ইন্টারনেটে স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ৪১, ভারতের ৫০ ও পাকিস্তানের ২৬। আন্তর্জাতিক তথ্য মতে, কয়লা থেকে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রতি কিলোওয়াটে বাংলাদেশে ১৩.৯২ টাকা, ভারতে ৫-৮ টাকা, পাকিস্তানে ১০-১২ টাকা ও চীনে ৪-৬। বিশ্বব্যাংকের সহায়তায় যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিইআর-এর ধীরগতির শহরের সূচক-২০২৩ মতে, বিশ্বের ১৫২টি দেশের ১,২০০টি শহরের যান চলাচলে সবচেয়ে ধীর গতির শীর্ষ ২০ তালিকায় ঢাকা প্রথম, ময়মনসিংহ নবম ও চট্টগ্রাম ১২তম। বাংলাদেশের রাস্তায় চলাচলের গতি ১.৩% বাড়াতে পারলে জিডিপি ১০% বাড়বে। টাইমস হায়ার এডুকেশনের বৈশ্বিক বিশ্ববিদ্যালয় সূচক-২০২৪ মতে, বিশ্বের প্রথম ৮০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এ তালিকায় ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের উদ্ভাবন সূচক-২০২৩ মতে, ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৫তম, যা ভারত ও পাকিস্তানের পেছনে। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের ১০১টি গুরুত্বপূর্ণ দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের গ্রেডিং-২০২৩ মতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ‘ডি গ্রেড’, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ ‘এ প্লাস’ ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জামিল আহমদ ‘সি মাইনাস’। যুক্তরাষ্ট্রভিত্তিক এসিএলইডির বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ ৫০টি দেশের তালিকায় বাংলাদেশ ২২তম। জাতিসংঘের ওইসিডির তথ্য-২০২৩ মতে, ম্যানুফ্যাকচারিং খাতের উদ্ভাবন-রূপান্তরের জন্য গবেষণা-উন্নয়নে বেসরকারি খাতের অবদান বাংলাদেশে প্রায় শূন্য, ভারতে ২.৯% প্রতিষ্ঠান। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের হার মাত্র ১.২%, ভারতের ৩.৭% কোম্পানি। লয়েডস লিস্টের ‘ওয়ান হান্ড্রেড পোর্ট-২০২৩’ মতে, বাংলাদেশ ৬৭তম।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের মূল্যায়ন রিপোর্ট-২০২৩ মতে, এসডিজি অর্জনে ১৬৬টি দেশের মধ্যে বাংলাদেশ ১০১তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভালো সড়কের তালিকায় ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১১৩তম। হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২৩ মতে,বিশ্বের ১৯৯টি পাসপোর্টের মধ্যে বাংলাদেশ ৯৬তম। জাতিসংঘের পাঁচ সংস্থার (এফএও, ইফাদ, ইউনিসেফ, ডব্লিউএফপি এবং ডব্লিউএইচও) ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক যৌথ প্রতিবেদন-২০২৩ মতে, বাংলাদেশের ৫.২৫ কোটির বেশি মানুষ তীব্র থেকে মাঝারি ধরনের খাদ্য নিরাপত্তাহীনতায় আছে। তন্মধ্যে ১.৮৭ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় আছে। সিপিডির মতে, বিশ্বের যে ২০টি দেশে ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী সবচেয়ে বেশি অব্যবস্থাপনার মাধ্যমে ফেলে দেওয়া হয়, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এসব প্লাস্টিক বাংলাদেশের মাটি, পানি, মাছ ও উদ্ভিদের ক্ষতির পাশাপাশি জলাবদ্ধতা তৈরি করছে। আইকিউভিআই’র রিপোর্ট-২০২৩ মতে, স্বাস্থ্যসেবায় ওষুধের ব্যয় বাংলাদেশে ৪৪% (বিশ্বে সর্বোচ্চ), বৈশ্বিক গড় ব্যয় ১৫%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয়ের বিশ্বের গড় হার ৩২%। বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের তথ্য মতে, স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয় বাংলাদেশে ৬৯% (২০২০ সালে), যা সার্কভুক্ত আটটি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য-২০২৩ মতে,২০২২ সালে প্রবাসীরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছে (বিলিয়ন ডলার) বাংলাদেশ ২১, ভারত ১০০ ও পাকিস্তান ২৯। আঙ্কটাডের ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০২৩’ মতে, বাংলাদেশে ২০২২ সালে এফডিআই হয়েছে ৩৪৮ কোটি ডলার। এ রিপোর্টে বাংলাদেশকে নন-ইনভেস্টমেন্ট গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এডির সায়েন্টিফিক ইনডেক্স-২০২৩ মতে, বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের ১৩,৫২,০৫৯ জনের তালিকায় বাংলাদেশের ৯,২৬২ জনের নাম রয়েছে। এফএও’র ‘স্ট্যাটাস অব উইমেন ইন অ্যাগ্রিকালচার সিস্টেম-২০২৩’ মতে, কৃষিতে নারীর ভূমিকা (২০১৯ সালে) বাংলাদেশে ৪৫.৩%, যা বৈশ্বিক গড় প্রায় ৪০%। তবে, ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার এবং জমির মালিকানায় বাংলাদেশের নারীরা ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছে। বিশ্ব ব্যাংকের ‘অ্যাটলাস অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস-২০২৩’ শীর্ষক প্রতিবেদন মতে,স্বাস্থ্যসম্মত খাবার কিনতে পারেন না, এমন মানুষের দেশের তালিকায় বাংলাদেশ ষষ্ঠ। বাংলাদেশে এখন ১২.১০ কোটি মানুষের স্বাস্থ্যসম্মত খাবার কেনার সামর্থ্য নেই ।

আইটিইউসির বৈশ্বিক অধিকার সূচক- ২০২৩ মতে,১৪৯টি দেশের মধ্যে শ্রমজীবী মানুষের জন্য বিশ্বের ‘সবচেয়ে বাজে’ ১০টি দেশের একটি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট-২০২৩ মতে, আর্থিক স্বচ্ছতার আন্তর্জাতিক মানদণ্ডের ন্যূনতম শর্ত পূরণ সংক্রান্ত ১৪১টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। তালিকায় ভারতের নাম আছে। টাইমস হায়ার এডুকেশনের এশিয়া ইউনিভার্সিটি সূচক-২০২৩ মতে, এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই। তবে, ৬৬৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ১৫, পাকিস্তানের ৫৫ ও ভারতের ১০১ বিশ্ববিদ্যালয় রয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৩ মতে, বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টি নগরীর মধ্যে ঢাকা ১৬৬তম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ-২০২৩’ মতে, বিশ্বের ১৪৬ দেশের মধ্যে বাংলাদেশ ৫৯তম, ভারত ১২৭তম ও পাকিস্তান ১৪২তম। যুক্তরাষ্ট্রের মানবপাচার মোকাবেলা বিষয়ক বৈশ্বিক প্রতিবেদন-২০২৩ মতে, বাংলাদেশের প্রচেষ্টা ‘টায়ার ২’ এ স্থান পেয়েছে। ইউএনডিপির ‘জেন্ডার ভিত্তিক সামাজিক আচরণ সূচক’-২০২৩ মতে, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি ও নারীর শারীরিক-মানসিক অধিকারের ক্ষেত্রে বিশ্বের ৯০% নারী-পুরুষ সামাজিক আচরণে পুরুষের প্রতি পক্ষপাত করে। আর বাংলাদেশে সে হার ৯৯% (শুধু শিক্ষা ছাড়া)। হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ মতে, ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৩তম, স্কোর ৫৪.৪, যা আঞ্চলিক ও বিশ্ব গড়ের চেয়ে কম। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফলিত অর্থনীতির অধ্যাপক হ্যানকের বার্ষিক দুর্দশা সূচক-২০২৩ মতে, বিশ্বের দুর্দশাগ্রস্ত ১৫৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১১৫তম, ভারত ১০৩তম ও পাকিস্তান ৩৫তম । বিশ্ব ব্যাংকের প্রতিবেদন-২০২৩ মতে,ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার বাংলাদেশে ৯%,ভারতে ৫% ও পাকিস্তানে প্রায় ৮%। নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকির কারণেই বাংলাদেশে খেলাপি ঋণ বাড়ছে। এসকাপের প্রতিবেদন-২০২৩ মতে, অননুমোদিত যানবাহন চলাচলে এশিয়ার শীর্ষে বাংলাদেশ, যেখানে খুলনায় ৫৮%, ঢাকায় ৫৪%। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতার সূচক-২০২৩ মতে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৬৩তম। আইএলওর ‘গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২২-২৩: ইমপ্যাক্ট অব ইনফ্লেশন অ্যান্ড কভিড-১৯ অন ওয়েজেস অ্যান্ড পারচেজিং পাওয়ার’ মতে, ২০২২ সালে বাংলাদেশে প্রকৃত মজুরি প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক শূন্য দশমিক ৪ শতাংশ।

ইউএনএফপি’র বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি-২০২৩ মতে, ২০৪টি দেশ ও অঞ্চলের বাল্য বিবাহের হার বাংলাদেশে ৫১%(বিশ্বে পঞ্চম ও এশিয়ায় প্রথম), ভারতে ২৩% ও পাকিস্তানে ১৮%(গত ৫ অক্টোবর প্রকাশিত ব্র্যাকের জরিপ রিপোর্ট মতে, বাংলাদেশে বাল্যবিয়ের হার প্রায় ৪৫%)। ।নেদারল্যান্ড ভিত্তিক কিডস রাইটস ইনডেক্স-২০২৩ মতে, বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে বাংলাদেশ ১০২তম (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়)। বিশ্বব্যাংকের লজিস্টিকস পারফরম্যান্স সূচক-২০২৩ মতে, ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৮তম, ভারত ৩৮তম। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৩ মতে, সন্ত্রাসবাদের প্রভাবের দিক থেকে অগ্রগতি অর্জনকারী ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৪৩তম, স্কোর ৩.৮২৭, ভারত ৭.১৭ ও পাকিস্তান ৮.১৬। হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স অনুসারে, ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৩তম। নামবিও’র ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ মতে, বিশ্বে ঢাকা যানজটে পঞ্চম ও দূষণে ষষ্ঠ। যুক্তরাজ্য ভিত্তিক ‘ব্র্যান্ড ফিন্যান্স’ এর গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স-২০২৩ মতে, বিশ্বের শীর্ষ ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ ৯৫তম, স্কোর ৩৪.৮, ভ্যালু ৫০৮ বিলিয়ন ডলার। বিশ্বব্যাংকের প্রতিবেদন-২০২৩ মতে, বিশ্বে অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এছাড়া, বাংলাদেশ স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষেত্রে চতুর্থ, পেনশনের ক্ষেত্রে ষষ্ঠ ও বেতন কাঠামোর ক্ষেত্রে নবম। বিশ্ব ব্যাংকের স্ট্রিভিং ফর ক্লিন এয়ার: এয়ার পল্যুশন অ্যান্ড পাবলিক হেলথ ইন সাউথ এশিয়া’ শীর্ষক প্রতিবেদন-২০২৩ মতে, বিশ্বের ১০টি সর্বাধিক বায়ু দূষণ শহরের মধ্যে নয়টিই দক্ষিণ এশিয়াতে এবং ঢাকা এদের মধ্যে অন্যতম। বাংলাদেশে মোট অকাল মৃত্যুর ২০% দায়ী বায়ু দূষণ। যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়, সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়, উইসকনসিন স্টেট ল্যাবরেটরি অব হাইজিন ও নেদারল্যান্ডস ইন্সটিটিউট ফর স্পেস রিসার্চের বিজ্ঞানীদের যৌথ গবেষণা রিপোর্ট মতে, মিথেন গ্যাস নির্গত হওয়া শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩ মতে, সুখী দেশের তালিকায় ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১১৮তম,ভারত ১২৬তম ও পাকিস্তান ১০৮তম। বিশ্ব ব্যাংকের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সূচক-২০২৩ মতে, স্কোর হিসাবে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৭৫তম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে শুধু আফগানিস্তান। ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ প্রতিবেদন-২০২৩ মতে, বৈশ্বিক জেন্ডার সমতায় বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৭১তম। সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইন্সটিটিউটের ‘গণতন্ত্র প্রতিবেদন-২০২৩ মতে, উদার গণতান্ত্রিক সূচকে ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১৪৭তম, ভারত ৯৭ ও পাকিস্তান ১০৬তম। প্রতিবেদনে বলা হয়েছে, শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে ‘নির্বাচন ভিত্তিক স্বেচ্ছাতন্ত্র’ তথা গণতন্ত্র নাজুক অবস্থায় রয়েছে। ইকোনমিস্টের ইআইউ তথ্য মতে, এশিয়ার ১৭টি দেশের ব্যবসায়িক পরিবেশের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৫তম। নিউইয়র্ক ভিত্তিক অ্যাক্সেস নাউ এর প্রতিবেদন-২০২৩ মতে, বিক্ষোভ দমন, রাজনৈতিক প্রতিবাদ মোকাবিলায় সরকারের ইন্টারনেট সেবা বন্ধের তালিকায় বাংলাদেশের অবস্থান ৫ম, শীর্ষে রয়েছে ভারত। জাতি সংঘের ই-গভর্নমেন্ট সূচকে-২০২৩ মতে, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১১১তম, ভারত ১০৫তম। এইচবিআরআই এর তথ্য মতে, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন শীর্ষ ২০টি শহরের মধ্যে ঢাকা দ্বিতীয়। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে, ২০১১-২০২১ পর্যন্ত ১০ বছরে বিদেশি ঋণ বেড়েছে-বাংলাদেশে ২১৩.৬%, ভারতে ৮৩%, পাকিস্তানে ১০১%। গ্লোবাল ফায়ার পাওয়ারের মিলিটারি স্ট্রেন্থ সূচক-২০২৩ মতে, বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৪০তম। হিউম্যান রাইটস ওয়াচ এর ‘ওয়ার্ল্ড রিপোর্ট-২০২৩’ শীর্ষক প্রতিবেদন মতে, জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর সহিংসতা ও দমন পীড়ন বেড়েছে। বিষয়টি উদ্বেগজনক! বৃটেন ভিত্তিক ‘হ্যানলি এন্ড পার্টনার্স’-এর সূচক-২০২৩ মতে, ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১০১তম। আইএমএফ’র প্রতিবেদন মতে, ২০২২ সালে কর জিডিপির হার বাংলাদেশে ৮.৭৪%, ভারতে ১৯.২০% ও পাকিস্তানে ১২.৬%। এছাড়া, জিডিপির হিসাবে মাথাপিছু ব্যয় বাংলাদেশে ১২.৫৯%,ভারতে ২৮.৮% ও পাকিস্তানে ১৯.৮৭%। রিজার্ভ পতন ও ডলার সংকটের কারণে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিংস, মুডি’স ও এসঅ্যান্ডপি গ্লোবাল বাংলাদেশে ঋণমান কমে দিয়েছে। টিআইবির রিপোর্ট মতে, পার্লামেন্টে বিল পাসের ক্ষেত্রে আইন প্রণয়ন কার্যক্রমে ব্যয়িত সময়ের হার বাংলাদেশে (জানুয়ারি ২০১৯-এপ্রিল ২০২৩) প্রায় ১৬.৭%, ভারতের লোকসভায় (২০১৮-১৯) ৪৫.০% ও যুক্তরাজ্যে (২০১৯-২০) প্রায় ৪৯.৩%। গত ১২ জুন ইরান বেতারে প্রকাশ, বাংলাদেশে শিশু শ্রমজীবীর সংখ্যা ৭৯ লাখ (৬৪ লাখ গ্রামে ও ১৫ লাখ শহরে)। তন্মধ্যে ৪৫ লাখ শিশু শ্রমজীবী ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। কালাজ্বর নির্মূলে বিশ্বে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে বাংলাদেশ ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের সফলতাকেও স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ গত ৩১ অক্টোবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন-২০২৩ এর আইটি অ্যান্ড রোবোটিকস বিভাগে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের ‘টিম অ্যাটলাস’। ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী নিয়ে এই দল গঠিত। ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড› পেয়েছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী নূর খান লিটনসহ বিশ্বের ১০টি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান।

লেখক:সাংবাদিক ও কলামিস্ট।
[email protected]


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

পিসিবির অভিনব উদ্যোগ- ‘কানেকশন ক্যাম্প’

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ