সমুদ্রের তেল-গ্যাসের সম্ভাবনা দ্রুত কাজে লাগাতে হবে

Daily Inqilab ইনকিলাব

১০ মে ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১০ মে ২০২৪, ১২:১৫ এএম

দেশের মাটি ও সমুদ্রের নিচে বিপুল পরিমাণ জ্বালানি ও খনিজ সম্পদ মজুদ থাকার তথ্য দীর্ঘদিন ধরে বলা হলেও আদতে এসব অধরাই থেকে গেছে। এক দশক আগে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির ঘটনাকে বাংলাদেশের ‘সমুদ্র জয়’ বলে আখ্যায়িত করা হয়েছিল। প্রায় ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকার বিশাল সম্পদকে ঘিরে ব্লু-ইকোনমির হাতছানি নিয়ে অনেক বাগাড়ম্বর শোনা গেলেও বাস্তবে তা এখনো কাজে লাগানো যায়নি। সমুদ্র বিজয়ের এক দশক পর দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার এক সন্ধিক্ষণে আবারো সমুদ্র সম্পদ নিয়ে আশাবাদী হয়ে ওঠার মতো তথ্য পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে সরকার দেশে সমুদ্রোপকূলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মোট ২৬টি ব্লকের মধ্যে ২৪টিতে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। গত মার্চ মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক দরপত্রে ৭টি কোম্পানি অংশগ্রহণ করে এবং আগামী সেপ্টেম্বর নাগাদ বিডিং রাউন্ড শেষ হবে বলে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন। বিডিং প্রক্রিয়া শেষ হলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়া পর্যন্ত আরো ৭-৮ বছর সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণকারী কয়েকটি কোম্পানির প্রতিনিধিরাও অংশ নিয়ে বক্তব্য দেন।

এনার্জি ডেটা এনালাইসিস অ্যান্ড জিওফিজিক্যাল কোম্পানি টিজিএস-এর সিনিয়র জিওলজিস্ট এলিজাবেথ গিলবার্ট বঙ্গোপসাগরের জ্বালানি সম্পদ নিয়ে যে জরিপ রিপোর্ট তুলে ধরেন তা রীতিমত আশাব্যঞ্জক। সেমিনারে গিলবার্ট বলেন, প্রায় একই মহীসোপানে অভিন্ন ভূপ্রাকৃতিক অবস্থান নিয়ে মিয়ানমারের অগভীর উপকূলে বিপুল পরিমাণ গ্যাসের মজুদ পাওয়া যাচ্ছে। সেখানে বাংলাদেশ উপকূলেও বিপুল তেল-গ্যাস প্রাপ্তির সম্ভাবনা অতি উজ্জ্বল। আন্তর্জাতিক পরিম-লে মিসিসিপি ফ্যান, নাইল বা নীলনদ অববাহিকা ফ্যানের মতো অভিন্ন ভূতাত্ত্বিক বাস্তবতায় বঙ্গোপসাগরের তেল-গ্যাস রিজার্ভের অবস্থানকে বেঙ্গল ফ্যান নামে অভিহিত করেন গিলবার্ট। সিসমিক জরিপে তেল-গ্যাসের বিশাল ভান্ডারের অস্তিত্বের ইন্ডিকেটর সম্পর্কে ব্যাখা তুলে ধরেন বিদেশি কোম্পানির বিশেষজ্ঞরা। শেভরনের মতো বড় কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে প্রায় ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা উল্লেখ করেছেন। তবে চলমান বিডিং প্রক্রিয়ায় স্বচ্ছতার ভিত্তিতে সম্ভাবনাময় নতুন কোম্পানিকে কাজ দেয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ভারতীয় কোনো কোম্পানিকে দেশের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ দেয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। নানা কারণে ভারতীয় কোম্পানির প্রতি দেশের সাধারণ মানুষের অনাস্থা অবিশ্বাস সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দুইটি ব্লকে ভারতীয় কোম্পানি কাজ করছে বলে জানা যায়।

দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা এখন এক টালমাটাল অবস্থায় উপনীত হয়েছে। বিগত দেড় দশকে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ ও ভর্তুকি দিয়েও শুধুমাত্র জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে না পারায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি। এক দশক আগে দেশের সমুদ্রোপকূলের সম্পদ আহরণের সুযোগ হাতের নাগালে আসলেও নিজস্ব সম্পদ আহরণের বদলে এ খাতে আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছে। স্থলভাগের গ্যাসক্ষেত্রগুলোর মজুদ ফুরিয়ে আসলেও নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে তেমন কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় আমদানিনির্ভর এ খাত এখন গভীরে সংকটে নিপতিত হয়েছে। ডলার সংকটের কারণে সরকার জ্বালানি ও গ্যাস আমদানির বিল পরিশোধ করতে পারছে না। কয়েক বিলিয়ন ডলারের বকেয়ার চাপে দিশাহারা সরকার। মিয়ানমার ও ভারত গ্যাস উত্তোলনে সফল হলেও বাংলাদেশের ব্যর্থতার কারণ খতিয়ে দেখা দরকার। একটি সম্ভাবনাময় খাতকে বিপুল বৈদেশিক মুদ্রায় আমদানিনির্ভর খাতে পরিণত করার পেছনে আমলাতান্ত্রিক অস্বচ্ছতা ও কায়েমী স্বার্থবাদিতার অভিযোগ অগ্রাহ্য করা যায় না। অনেক দেরিতে হলেও বঙ্গোপসাগরের ব্লকগুলোতে তেল-গ্যাস উত্তোলনের দরপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। কোম্পানির স্বার্থের কথা বলে দেশের স্বার্থ যেন বিকিয়ে দেয়া না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। দেশীয় কোম্পানি পেট্রোবাংলার বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, জ্বালানির ক্ষেত্রে আমদানিনির্ভরতা বৃদ্ধির সাথে সাথে জ্বালানি অনুসন্ধান ও উন্নয়নে রাষ্টীয় কোম্পানি পেট্রোবাংলার সম্ভাবনাকেও কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়নি। জ্বালানি সম্পদের দেশীয় কোম্পানি ও নিজস্ব উৎসগুলোর উন্নয়নে গুরুত্ব দেয়া হলে আজকের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতা এমন সংকটাপন্ন অবস্থায় উপনীত হতো না।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আবারও বাজারে এলো নোভারটিসের স্যানডোক্যাল

আবারও বাজারে এলো নোভারটিসের স্যানডোক্যাল

উত্তরাঞ্চলের ১১ হাজার কৃষককে প্রশিক্ষণে সহায়তা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-টিএমএসএস

উত্তরাঞ্চলের ১১ হাজার কৃষককে প্রশিক্ষণে সহায়তা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-টিএমএসএস

ঈদের আগেই পরীক্ষার বিল চান ইবি শিক্ষকরা

ঈদের আগেই পরীক্ষার বিল চান ইবি শিক্ষকরা

বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

বিএসটিআই'কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

বিএসটিআই'কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

রাইসির মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকের ছায়া

রাইসির মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকের ছায়া

রাইসির মৃত্যুতে ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাইসির মৃত্যুতে ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের এবছরের বই পড়া কর্মসূচির উদ্বোধন বরিশালে

বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের এবছরের বই পড়া কর্মসূচির উদ্বোধন বরিশালে

ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি

ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি

এয়ারলাইন এবং শিপিং ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক

এয়ারলাইন এবং শিপিং ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক

নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না কসমেটিকস শিল্প

নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না কসমেটিকস শিল্প

রাইসির নিহত হওয়ার খবরে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া

রাইসির নিহত হওয়ার খবরে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া

রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

গণতন্ত্রকামীরা কারাগারে আর ঋণখেলাপী-পাচারকারীদের দৌরাত্ম্য চরমে: রিজভী

গণতন্ত্রকামীরা কারাগারে আর ঋণখেলাপী-পাচারকারীদের দৌরাত্ম্য চরমে: রিজভী

পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার অনুরোধ ডিএসইর

ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার অনুরোধ ডিএসইর

৩০ মে ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে দোয়া-মাহফিল করবে বিএনপি

৩০ মে ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে দোয়া-মাহফিল করবে বিএনপি

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে: রিজভী

অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে: রিজভী

আঞ্চলিক কেন্দ্রসমূহে আইসিটি ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত

আঞ্চলিক কেন্দ্রসমূহে আইসিটি ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত

বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ

বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ