ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে হবে

Daily Inqilab ইনকিলাব

১৩ জুন ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৩ জুন ২০২৪, ১২:০৯ এএম

ঈদের সময় শেকড়ের টানে একসাথে লাখ লাখ মানুষের ঘরে ফেরার আনন্দযাত্রা অশেষ দুর্ভোগ ও বিড়ম্বনার যাত্রায় পরিণত হতে দেখা যায়। কয়েক দশক ধরে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্ননে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করলেও ঈদে ঘরমুখী মানুষের যাত্রা এখনো স্বাচ্ছন্দ, নিরাপদ ও নির্বিঘœ করতে পারেনি সরকার। এ থেকে বোঝা যায়, শুধুমাত্র অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের কাক্সিক্ষত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নাগরিক শৃঙ্খলা, স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা ও জবাবদিহি নিশ্চিত করা। এ কথা সত্য যে, বিদ্যমান গণপরিবহন ব্যবস্থায় ঈদযাত্রায় একই সময়ে বহু সংখ্যক মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হয়। এ কারণে নাগরিক সমাজের পক্ষ থেকে ঈদের ছুটির পরিধি বাড়ানোসহ নানা ধরনের প্রস্তাবও এসেছে। তবে আমাদের মনে রাখতে হবে, সড়ক পরিবহনে যানজট, দুর্ঘটনাসহ জনদুর্ভোগ শুধু ঈদ যাত্রার বাস্তবতা নয়। সারাবছরই দেশের সড়ক-মহাসড়কগুলোতে যানজট, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। ঈদে একই সময়ে অধিক সংখ্যক যান চলাচলের কারণে যানজট ও ভোগান্তি বেশি হওয়া অস্বাভাবিক নয়। শুধু ঈদকে ঘিরে নয়, সারাবছর সড়ক-মহাসড়কগুলোকে যাত্রী দুর্ভোগ, বিশৃঙ্খলা ও দুর্ঘটনামুক্ত রাখতে যা কিছু করণীয় সরকারকে তাই করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
কিছু বাড়তি বিধি ব্যবস্থা ও সতর্কতার কারণে গত ঈদুল ফিতরে সড়ক পরিবহনে যাত্রী ভোগান্তি কিছুটা কমেছিল। ঈদুল আজহায় সেই কাক্সিক্ষত স্বস্তিটুকু নিয়ে ইতোমধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। ঈদের ছুটি আগের চেয়ে অনেকটা দীর্ঘ হওয়ার কারণে একই সময়ে হুড়োহুড়ি করে বাসে-ট্রেনে চড়ার প্রতিযোগিতা কিছুটা কমার কারণে ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হওয়ার কথা থাকলেও মূলত গণপরিবহন চালকদের বিশৃঙ্খল প্রবণতা, অস্বাভাবিক প্রতিযোগিতা ও নিরাপত্তা বিধি পালনে ব্যর্থতার কারণে সড়ক পরিবহন খাতের ব্যাপক উন্নয়নের পরেও সড়কে যানজট ও বিশৃঙ্খলা কমছে না। ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ার আগেই এবার ঢাকার সাথে সংযুক্ত দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কগুলোতে অস্বাভাবিক যানজট লক্ষ করা যাচ্ছে। গতকাল ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, টাঙ্গাইল এবং ঢাকা-রংপুরের অর্ধশতাধিক স্পটে এখনই দীর্ঘ যানজট দেখা যাচ্ছে। আর এসব যানজটের পেছনে একদিকে যেমন চালকদের স্বেচ্ছাচারী মনোভাব দায়ী, অন্যদিকে সড়কের উপর অস্থায়ী গরু-ছাগলের হাট বসানো, গরু-মহিষবাহী ট্রাক আটকে স্থানীয় প্রভাবশালী ও ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারণেই অধিকাংশ স্পটে যানজটের শিকার হচ্ছেন যাত্রীরা।

সড়কে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন সড়ক পরিবহন ব্যবস্থার সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করতে পারেনি। এরজন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রয়োজন গাড়ি চালকদের দক্ষতা, শৃঙ্খলা, সব ক্ষেত্রে নাগরিক সমাজ তথা যাত্রীদের সচেতন অংশগ্রহণ। গতকাল সহযোগী একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি সচিত্র ক্যাপশনে দেখা যায়, অতিব গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রোডে কুড়িলে অল্প কিছু সংখ্যক বাস এলোপাথাড়ি দাঁড়িয়ে থাকায় পুরো রাস্তাটিকে একদিক থেকে রুদ্ধ করে দেয়া হয়েছে। এই যদি বিমান বন্দর সড়কের অবস্থা হয়, প্রশাসন ও পুলিশের নজরদাড়ি থেকে বিচ্ছিন্ন মহাসড়গুলোতে কী হতে পারে তা সহজেই অনুমেয়। ইনকিলাবে প্রকাশিত রিপোর্টে ৭ জুন সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা-কুমিল্লা মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের খবর জানা যায়। সড়ক-মহাসড়ক দখল করে পশুর হাট বসানো, টোলপ্লাজায় ধীরগতি, অবৈধ বাস-ট্রাক স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি, চেকিংয়ের নামে গরু-মহিষবাহী ট্রাকের উপর হাইওয়ে পুলিশের চাঁদাবাজির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ ও বন্ধ করা অসম্ভব নয়। অদক্ষ, বেপরোয়া চালকদের কারণে একেকটি দুর্ঘটনায় প্রাণহানিসহ অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়। বছরের পর বছর ধরে চলা এহেন বাস্তবতায় সড়ক-মহাসকগুলোর দুর্ঘটনা ও যানজট প্রবণ স্পটগুলো অনেক আগেই চিহ্নিত হলেও এ থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। ফলে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে মহাসড়কগুলোকে চার বা আটলেনে উন্নীতকরণ, উড়ালসেতু ও এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হলেও তা থেকে কাক্সিক্ষত সুফল পাচ্ছে না মানুষ। এখন অবকাঠামো উন্নয়নের চেয়ে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন ও আইনের সঠিক বাস্তবায়নে অধিক বিনিয়োগ ও মনোযোগ দিতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা বিশ্বের সর্বোচ্চ ব্যয়সাপেক্ষ সড়ক-মহাসড়ক ও সেতু নির্মাণ করছি। সেই সাথে সড়কে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, গাড়ি চালকদের দক্ষতা, সব ধরনের গণপরিবহনের ফিটনেস, নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। কার্যকর ব্যবস্থা ব্যতিরেকে শুধু মন্ত্রীদের আশ্বাস কিংবা হুমকি-ধামকিতে কোনো কাজ হয় না। চালকদের বেপরোয়া প্রতিযোগিতায় দুর্ঘটনার শিকার হওয়া কিংবা রাস্তায় অবৈধ স্থাপনা, হাটবাজার ও টোল প্লাজায় কারসাজির কারণে যাত্রীদের দুর্ভোগ কমিয়ে আনার কার্যকর পদক্ষেপ নিতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা