বকেয়া পরিশোধ না করায় বন্ধ হলো সংগীতের চ্যানেল গানবাংলা
দেশীয় সংগীতভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল গানবাংলা। বাংলা গানকে ফিউশনের মাধ্যমে দেশের বাঘা বাঘা তারকাদের নিয়ে সংগীত আয়োজন করতো চ্যানেলটি। তবে গান বাংলার আড়ালে প্রতিষ্ঠানটির ভুয়া মালিক কৌশিক হোসেন তাপস এই দু:শাসনের সময়ে একের পর এক করেছে অপকর্ম। এমন কোন নোংরামি নেই যা করেনি তাপস। শেষমেশ সেই দায়ে ভুক্তভোগী হতে হচ্ছে গান বাংলাকে। এবার টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে গান...