একসময় আমি সমকামী ছিলাম : কবীর সুমন
দুই বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমন। সত্য যতই তিক্ত হোক, তা বলতে তিনি দ্বিধাহীন। নিজের ব্যক্তিজীবন নিয়েও কখনো ভয় পান না মুখ খুলতে। এবার আবারও সেই গানওয়ালা শিরোনামে উঠে এলেন, ব্যক্তিজীবনের আরও এক বিস্ফোরক অধ্যায় নিয়ে। জানালেন এক সময় সমকামি ছিলেন তিনি।
ভারত-বাংলাদেশের বৈরী সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই ভারতীয় সংবাদমাধ্যমকে গায়ক বলেন, “পতাকার চেয়ে নিঃসন্দেহে ভালোবাসা বড়। আমি তো খুব ছোটবেলায়...