২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান
উপমহাদেশের সংগীতের জনপ্রিয় নাম কোক স্টুডিও। ঝমকালো আয়োজনে ২০২২ সালে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। প্রথম দুই সিজনের সাফল্যের পর এ বছরের এপ্রিলে শুরু হয় তৃতীয় সিজন। সিজনটিতে প্রকাশ করার কথা ছিল মোট ১১টি গান। মাত্র তিনটি গান প্রকাশের পর হঠাৎই বন্ধ হয়ে যায় নতুন গান আসা। তবে সেই বাঁধা কাটিয়ে এরই মধ্যে নতুন বছরের জন্য ব্যস্ত সময় পার...