শাকিব খানের নতুন সিনেমার পোস্টার নকল!
শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে সিনেমার নাম ঘোষণা এবং এর পোস্টার উন্মোচন করেন। সিনেমার নাম তুফান। তবে পোস্টার উন্মোচনের পরপরই সোস্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয় এর নকল করা নিয়ে। শাকিব খানকে নিয়ে যে পোস্টার প্রকাশ করা হয়েছে সেটা হলিউডের বহুল আলোচিত সিনেমা জন উইক : চ্যাপ্টার ২-এর নকল...